ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সরোজগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স আশাদুল স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেসার্স আশাদুল স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে ২৩ দিন আগের ৭৮ টাকা কেজি দরে ক্রয়কৃত চিনি সরকার নির্ধারিত দামের অতিরিক্ত ১ শ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রির উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। নিত্যদিনের মূল্যতালিকাও প্রদর্শন করা নেই। এসকল অপরাধে প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সরোজগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড টাইম : ০৯:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স আশাদুল স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেসার্স আশাদুল স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে ২৩ দিন আগের ৭৮ টাকা কেজি দরে ক্রয়কৃত চিনি সরকার নির্ধারিত দামের অতিরিক্ত ১ শ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রির উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। নিত্যদিনের মূল্যতালিকাও প্রদর্শন করা নেই। এসকল অপরাধে প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।