ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক শাকিলের ইন্তেকাল;দাফনকার্য সম্পন্ন, এলাকাজুড়ে শোক

সরোজগঞ্জ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সাংবাদিক ও সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, হোয়াইট হাউজ কেবল নেটওয়ার্কের কোষাধ্যক্ষ শাকিল উজ জামান শাকিল ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলা গ্রামের জালাল উদ্দিন মুহুরি ও মানু খাতুনের ছোট ছেলে। শাকিলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী ইভা খাতুন, মেয়ে পাঁচ বছর বয়সী সাইমা খাতুন, ছেলে সাত মাস বয়সী ইয়াশসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের লোকজন জানান, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাকিল। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছিলেন। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান শাকিল। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন তাঁকে মৃত ঘোষণা করেন। শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো দেখতে তাঁর সরোজগঞ্জের বাড়িতে ভিড় করেন এলাকাবাসী।

এদিকে, গতকাল বাদ আছর সরোজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১ম জানাযা শেষে মরদেহ নেওয়া হয় তাঁর গ্রামের বাড়িতে। সেখানে বাদ মাগরিব গ্রামের ঈদগাহ ময়দানে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজী আজিজুল হক, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা হাজী সামসুল আলম, হাজী আব্দুল মালেক মোল্লা, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি এবং তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লাহ শেখ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মজিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম লাল্টু, জুয়েল রানা, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সহসভাপতি হাজী আব্দুর রহমান ছব্দুল, তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, ডা. এম এ রশীদ, ডা. সাজিদ হাসান শোভন, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, তিতুদহ ইউপি চেয়ারম্যান আব্দুর শুকুর, দৈনিক পশ্চিমাঞ্চলের অন্যতম কর্ণধার রুবাইত বিন আজাদ সুস্থির, আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হক, হাজী মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, ডা. মতিয়ার রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক নিলুয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামাতের সাবেক আমির হাজী আব্দুর রউফ মিয়া, বাজার কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বদরগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল হালদার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক শাকিলের ইন্তেকাল;দাফনকার্য সম্পন্ন, এলাকাজুড়ে শোক

আপলোড টাইম : ০৭:০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সাংবাদিক ও সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, হোয়াইট হাউজ কেবল নেটওয়ার্কের কোষাধ্যক্ষ শাকিল উজ জামান শাকিল ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলা গ্রামের জালাল উদ্দিন মুহুরি ও মানু খাতুনের ছোট ছেলে। শাকিলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী ইভা খাতুন, মেয়ে পাঁচ বছর বয়সী সাইমা খাতুন, ছেলে সাত মাস বয়সী ইয়াশসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের লোকজন জানান, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাকিল। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছিলেন। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান শাকিল। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন তাঁকে মৃত ঘোষণা করেন। শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো দেখতে তাঁর সরোজগঞ্জের বাড়িতে ভিড় করেন এলাকাবাসী।

এদিকে, গতকাল বাদ আছর সরোজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১ম জানাযা শেষে মরদেহ নেওয়া হয় তাঁর গ্রামের বাড়িতে। সেখানে বাদ মাগরিব গ্রামের ঈদগাহ ময়দানে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজী আজিজুল হক, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা হাজী সামসুল আলম, হাজী আব্দুল মালেক মোল্লা, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি এবং তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লাহ শেখ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মজিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম লাল্টু, জুয়েল রানা, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সহসভাপতি হাজী আব্দুর রহমান ছব্দুল, তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, ডা. এম এ রশীদ, ডা. সাজিদ হাসান শোভন, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, তিতুদহ ইউপি চেয়ারম্যান আব্দুর শুকুর, দৈনিক পশ্চিমাঞ্চলের অন্যতম কর্ণধার রুবাইত বিন আজাদ সুস্থির, আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হক, হাজী মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, ডা. মতিয়ার রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক নিলুয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামাতের সাবেক আমির হাজী আব্দুর রউফ মিয়া, বাজার কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বদরগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল হালদার।