ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সরোজগঞ্জে আলামসাধুর ধাক্কায় ইজিবাইকের যাত্রী আহত, রেফার্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজঞ্জে আলমসাধুর ধাক্কায় রেক্সনা বেগম (৩৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে সরোজগঞ্জ সিনেমা হলের নিকট এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেক্সনাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। আহত নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের রজব আলীর স্ত্রী।
জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সরোজগঞ্জ থেকে রেক্সনাসহ আরও দুজন যাত্রী সরোজগঞ্জ বাজার থেকে ইজিবাইকযোগে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিল। পথের মধ্যে সরোজগঞ্জ সিনেমা হলের নিকট রেক্সনা বাইরে মাথা বের করলে প্লাস্টিকের ড্রাম ভর্তি একটি আলমসাধুর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়দের সহায়তায় সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ রেক্সনাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেক্সনাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করে। গতকাল রাতেই পরিবারের সদস্যরা রেক্সনাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান হাসান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারী ছয়টার দিকে জরুরি বিভাগে আসে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সরোজগঞ্জে আলামসাধুর ধাক্কায় ইজিবাইকের যাত্রী আহত, রেফার্ড

আপলোড টাইম : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজঞ্জে আলমসাধুর ধাক্কায় রেক্সনা বেগম (৩৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে সরোজগঞ্জ সিনেমা হলের নিকট এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেক্সনাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। আহত নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের রজব আলীর স্ত্রী।
জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সরোজগঞ্জ থেকে রেক্সনাসহ আরও দুজন যাত্রী সরোজগঞ্জ বাজার থেকে ইজিবাইকযোগে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিল। পথের মধ্যে সরোজগঞ্জ সিনেমা হলের নিকট রেক্সনা বাইরে মাথা বের করলে প্লাস্টিকের ড্রাম ভর্তি একটি আলমসাধুর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়দের সহায়তায় সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ রেক্সনাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেক্সনাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করে। গতকাল রাতেই পরিবারের সদস্যরা রেক্সনাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান হাসান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারী ছয়টার দিকে জরুরি বিভাগে আসে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।