ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

সরকারি গাছ কাটার অপরাধে আটজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের শ্যামপুর-কুমারি রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার অপরাধে আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। এসময় সরকারি গাছসহ গাছ কাটার যন্ত্রাংশ জব্দ করা হয়।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আলমডাঙ্গা থানার টহল পুলিশ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে বিষয়টি জানিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পরে ঘটনাস্থলে পৌছে একটি মোটা গাছসহ হাতেনাতে আটজনকে আটক করা হয়। এসময় গাছ কাটার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। গাছটির আনুমানিক মূল্য ১ লাখ টাকা হতে পারে।

এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন- কুমারি গ্রামের আজিজুল হকের ছেলে বাপ্পি রহমান (৩৫), মৃত মঞ্জুর রহমানের ছেলে ফারুক আলী (৩৮), রাধিকাগঞ্জের মজনুরের ছেলে জসিম উদ্দিন (৩৭), নওদা দুর্গাপুরের মৃত সিরাজ মালিতার ছেলে খলিল মালিথা (৬০), একই গ্রামের মৃত নবায় মন্ডলের ছেলে হানিফ (৩৭), কামালপুরের মৃত জিয়ারুলের ছেলে সাফায়েত (৩৮), শ্যামপুরের মৃত রেজাউলের ছেলে জিনারুল, আলমডাঙ্গা থানাপাড়ার জমসেদ আলীর ছেলে শহিদুল আলম ববি (৩২)। আসামীদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সরকারি গাছ কাটার অপরাধে আটজন আটক

আপলোড টাইম : ০২:৪৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের শ্যামপুর-কুমারি রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার অপরাধে আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। এসময় সরকারি গাছসহ গাছ কাটার যন্ত্রাংশ জব্দ করা হয়।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আলমডাঙ্গা থানার টহল পুলিশ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে বিষয়টি জানিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পরে ঘটনাস্থলে পৌছে একটি মোটা গাছসহ হাতেনাতে আটজনকে আটক করা হয়। এসময় গাছ কাটার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। গাছটির আনুমানিক মূল্য ১ লাখ টাকা হতে পারে।

এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন- কুমারি গ্রামের আজিজুল হকের ছেলে বাপ্পি রহমান (৩৫), মৃত মঞ্জুর রহমানের ছেলে ফারুক আলী (৩৮), রাধিকাগঞ্জের মজনুরের ছেলে জসিম উদ্দিন (৩৭), নওদা দুর্গাপুরের মৃত সিরাজ মালিতার ছেলে খলিল মালিথা (৬০), একই গ্রামের মৃত নবায় মন্ডলের ছেলে হানিফ (৩৭), কামালপুরের মৃত জিয়ারুলের ছেলে সাফায়েত (৩৮), শ্যামপুরের মৃত রেজাউলের ছেলে জিনারুল, আলমডাঙ্গা থানাপাড়ার জমসেদ আলীর ছেলে শহিদুল আলম ববি (৩২)। আসামীদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।