ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সরকারিভাবে বিদেশগামীদের চুয়াডাঙ্গায় বৈদেশিক চাকরি মেলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দেশের জনগোষ্ঠেীকে জনশক্তিতে রূপান্তরিত করতে স্বল্প খরচে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। এ উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৈদেশিক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে ১২০ জন বিদেশগামীদের নির্বাচিত করা হয়। রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস এই মেলার আয়োজন করে।
মেলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে শুর” হওয়ায় চাকরি মেলায় চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত যুবকরা অংশ নেন। এই মেলায় নির্বাচিতরা সৌদি আরবে থাকা-খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগসহ ৯০০ রিয়াল বেতনে ক্লিনার পদে নিয়োগ পাবেন।
গতকাল সোমবার এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মোছাব্বের”জ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস চুয়াডাঙ্গার সহকারী পরিচালক গোলাম ইয়াসিন, রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস-এর ডিরেক্টর মেহেদী হাসান, অ্যাসিস্ট্যান্ট অপারেশন অফিসার তানিম হাসানসহ চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকরা।
এদিকে, কেবলমাত্র সাক্ষৎকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি মেলায় আসা যুবকরা। মেলায় আসা এক ব্যক্তি বলেন, ‘আমি চায়ের দোকান চালাই। সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর খবর শুনে আজ এখানে এসেছি। স্যাররা ইন্টারভিউ নিয়ে আমাকে ইয়েস কার্ড দিয়েছেন। আমি খুব খুশি।’

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মোছাব্বের”জ্জামান জানিয়েছেন, আজকে নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত এক লাখ ৬৫ হাজার টাকা খরচ দিয়ে বিদেশে যেতে পারবেন। চুয়াডাঙ্গার ১৫০ জন এই মেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২০ জনকে নির্বাচিত করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সরকারিভাবে বিদেশগামীদের চুয়াডাঙ্গায় বৈদেশিক চাকরি মেলা

আপলোড টাইম : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:
দেশের জনগোষ্ঠেীকে জনশক্তিতে রূপান্তরিত করতে স্বল্প খরচে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। এ উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৈদেশিক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে ১২০ জন বিদেশগামীদের নির্বাচিত করা হয়। রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস এই মেলার আয়োজন করে।
মেলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে শুর” হওয়ায় চাকরি মেলায় চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত যুবকরা অংশ নেন। এই মেলায় নির্বাচিতরা সৌদি আরবে থাকা-খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগসহ ৯০০ রিয়াল বেতনে ক্লিনার পদে নিয়োগ পাবেন।
গতকাল সোমবার এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মোছাব্বের”জ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস চুয়াডাঙ্গার সহকারী পরিচালক গোলাম ইয়াসিন, রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস-এর ডিরেক্টর মেহেদী হাসান, অ্যাসিস্ট্যান্ট অপারেশন অফিসার তানিম হাসানসহ চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকরা।
এদিকে, কেবলমাত্র সাক্ষৎকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি মেলায় আসা যুবকরা। মেলায় আসা এক ব্যক্তি বলেন, ‘আমি চায়ের দোকান চালাই। সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর খবর শুনে আজ এখানে এসেছি। স্যাররা ইন্টারভিউ নিয়ে আমাকে ইয়েস কার্ড দিয়েছেন। আমি খুব খুশি।’

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মোছাব্বের”জ্জামান জানিয়েছেন, আজকে নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত এক লাখ ৬৫ হাজার টাকা খরচ দিয়ে বিদেশে যেতে পারবেন। চুয়াডাঙ্গার ১৫০ জন এই মেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২০ জনকে নির্বাচিত করা হয়েছে।