ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

সময়ের সমীকরণ-এর পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সংবর্ধনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ-এর পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা।

দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা ব্যুরো প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, দর্শনা ব্যুরো প্রধান ও সহসম্পাদক আওয়াল হোসেন। এসময় বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, জিটিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ মামুন, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, শেয়ার বিজের জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দার প্রমুখ।
দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির, কার্পাসডাঙ্গার বিশেষ প্রতিনিধি ইকবাল রেজা প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বারাদী প্রতিনিধি এসআই বাবু। অনুষ্ঠানে দৈনিক সময়ের সমীকরণ-এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, কম্পিউটার অপারেটর বিএ জীবন ও প্রান্ত সজিব খান। অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা বলেন, ‘এ জেলায় দায়িত্বভার নেওয়ার পর অনেক নেতিবাচক কথা শুনেছি। তবে আমার একটাই লক্ষ্যই ছিল সকল নেতিবাচক দিকগুলোকে ইতিবাচক দিকে রুপান্তর করা। বিভিন্ন কারণে মানুষ পুলিশের আশ্রয় চায়। পুলিশের আশ্রয় না পেলে আইনের প্রতি মানুষের আস্থা হারায়। কোনো মানুষ যেন পুলিশের সেবা থেকে বঞ্চিত না হয়, এ জেলায় চাকরি করতে এসে প্রতিটি থানায় আমি এমন নির্দেশনায় দিয়েছি। আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছেন, তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছেন, যার ফলশ্রুতিতে আমি আজ সম্মানিত বোধ করছি। আমার বদলিতে আজ এভাবে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি মানুষকে সম্মান করি। কে কোন অবস্থানে আছেন, আমার কাছে সেটা বড় বিষয় নয়। প্রতিটি মানুষকেই আমি সমানভাবে সম্মান করি।’ বিদায়ের মুহূর্তে তিনি চুয়াডাঙ্গাবাসীর কল্যাণ কামনা এবং নিজের জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘বিগত সময়ের মতোই পুলিশ সুপার জাহিদুল ইসলামের দায়িত্বে থাকাকালীন চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। শুধু তাই নয়, তার সময়ে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনা এবং স্বল্প সময়ে কারণ উদ্ঘাটন, আসামি গ্রেপ্তারের বিষয়গুলো চমকপ্রদ ছিল। করোনাকালীন কার্যক্রমসহ, ভাঙা সংসার জোড়া, কন্যাসন্তান জন্ম নিলেই তার বাড়িতে উপহার পাঠানোসহ জনমুখী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এ জেলায় জনবান্ধব ও মানবিক পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছেন এসপি জাহিদুল ইসলাম। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছেন। সাদা মনের এ পুলিশ সুপারকে জেলার মানুষ মনে রাখবে। এসময় তিনি পুলিশ সুপারের সুন্দর আগামী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সময়ের সমীকরণ-এর পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সংবর্ধনা

আপলোড টাইম : ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ-এর পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা।

দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা ব্যুরো প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, দর্শনা ব্যুরো প্রধান ও সহসম্পাদক আওয়াল হোসেন। এসময় বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, জিটিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ মামুন, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, শেয়ার বিজের জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দার প্রমুখ।
দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির, কার্পাসডাঙ্গার বিশেষ প্রতিনিধি ইকবাল রেজা প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বারাদী প্রতিনিধি এসআই বাবু। অনুষ্ঠানে দৈনিক সময়ের সমীকরণ-এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, কম্পিউটার অপারেটর বিএ জীবন ও প্রান্ত সজিব খান। অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা বলেন, ‘এ জেলায় দায়িত্বভার নেওয়ার পর অনেক নেতিবাচক কথা শুনেছি। তবে আমার একটাই লক্ষ্যই ছিল সকল নেতিবাচক দিকগুলোকে ইতিবাচক দিকে রুপান্তর করা। বিভিন্ন কারণে মানুষ পুলিশের আশ্রয় চায়। পুলিশের আশ্রয় না পেলে আইনের প্রতি মানুষের আস্থা হারায়। কোনো মানুষ যেন পুলিশের সেবা থেকে বঞ্চিত না হয়, এ জেলায় চাকরি করতে এসে প্রতিটি থানায় আমি এমন নির্দেশনায় দিয়েছি। আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছেন, তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছেন, যার ফলশ্রুতিতে আমি আজ সম্মানিত বোধ করছি। আমার বদলিতে আজ এভাবে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি মানুষকে সম্মান করি। কে কোন অবস্থানে আছেন, আমার কাছে সেটা বড় বিষয় নয়। প্রতিটি মানুষকেই আমি সমানভাবে সম্মান করি।’ বিদায়ের মুহূর্তে তিনি চুয়াডাঙ্গাবাসীর কল্যাণ কামনা এবং নিজের জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘বিগত সময়ের মতোই পুলিশ সুপার জাহিদুল ইসলামের দায়িত্বে থাকাকালীন চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। শুধু তাই নয়, তার সময়ে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনা এবং স্বল্প সময়ে কারণ উদ্ঘাটন, আসামি গ্রেপ্তারের বিষয়গুলো চমকপ্রদ ছিল। করোনাকালীন কার্যক্রমসহ, ভাঙা সংসার জোড়া, কন্যাসন্তান জন্ম নিলেই তার বাড়িতে উপহার পাঠানোসহ জনমুখী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এ জেলায় জনবান্ধব ও মানবিক পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছেন এসপি জাহিদুল ইসলাম। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছেন। সাদা মনের এ পুলিশ সুপারকে জেলার মানুষ মনে রাখবে। এসময় তিনি পুলিশ সুপারের সুন্দর আগামী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।’