ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সময়ের সমীকরণের প্রধান সম্পাদকের মেজ চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাজমুল হক স্বপনের মেজ চাচা আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বার্ধক্যজনিত কারণে কোর্ট জামে মসজিদ সংলগ্ন পুলিশ পার্ক লেনে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজিজুল হক ব্যক্তি জীবনে একজন সদালাপী ও মিষ্টভাষী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা সরকারি গ্রন্থগারে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। গতকালই আজিজুল হকের দাফনকার্য সম্পন্ন হয়। এদিন বাদ যোহর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে আজিজুল হকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়। দাফনকার্যে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এর আগে আজিজুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-পরিজনসহ পরিচিত ব্যক্তিরা তাকে শেষবার দেখার জন্য তার বাড়িতে ভিড় করতে শুরু করেন।
নিহতের জানাজা ও দাফনকার্যে অংশ নেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগাঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বিপ্লব, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদুল, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ টনিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল রহমান আজিজুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংপাঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মসজিদুল আলম মেহেদী, নিকট আত্মীয়-স্বজন, বন্ধু-পরিজন, পাড়া প্রতিবেশীসহ সাধারণ মুসল্লীগণ। আজিজুল হকের মৃত্যুতে সকলের নিকট পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তাঁর কনিষ্ঠ পুত্র অপু মালিক।
এদিকে, আজিজুল হকের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সময়ের সমীকরণের প্রধান সম্পাদকের মেজ চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

আপলোড টাইম : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাজমুল হক স্বপনের মেজ চাচা আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বার্ধক্যজনিত কারণে কোর্ট জামে মসজিদ সংলগ্ন পুলিশ পার্ক লেনে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজিজুল হক ব্যক্তি জীবনে একজন সদালাপী ও মিষ্টভাষী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা সরকারি গ্রন্থগারে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। গতকালই আজিজুল হকের দাফনকার্য সম্পন্ন হয়। এদিন বাদ যোহর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে আজিজুল হকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়। দাফনকার্যে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এর আগে আজিজুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-পরিজনসহ পরিচিত ব্যক্তিরা তাকে শেষবার দেখার জন্য তার বাড়িতে ভিড় করতে শুরু করেন।
নিহতের জানাজা ও দাফনকার্যে অংশ নেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগাঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বিপ্লব, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদুল, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ টনিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল রহমান আজিজুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংপাঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মসজিদুল আলম মেহেদী, নিকট আত্মীয়-স্বজন, বন্ধু-পরিজন, পাড়া প্রতিবেশীসহ সাধারণ মুসল্লীগণ। আজিজুল হকের মৃত্যুতে সকলের নিকট পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তাঁর কনিষ্ঠ পুত্র অপু মালিক।
এদিকে, আজিজুল হকের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।