ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সম্মেলনস্থলের অদূরে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোমিন ও আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সমিরকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনস্থলের অদূরে এ ঘটনা ঘটে। এসময় সম্মেলনের অন্য নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার জেহালার ইউনিয়নের স’মিল পাড়ার মৃত শাহাদাতের ছেলে ও জেহালা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সমীর (৪৫) এবং চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোমিন (৪০)।

চুয়াডাঙ্গা সদর হাসপতাালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘দুজনেরই হাত ভেঙ্গে গেছে। এছাড়া তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে তাদেরকে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘দুই যুবলীগ নেতাকর্মীকে মারধর করা হয়েছে বলে শুনেছি। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামানের নেতৃত্বে পূর্বপরিকল্পানা অনুযায়ী এই হামলা করেছে তারা।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘ত্রি-বার্ষিক সম্মেলনের অদূরে একটি মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কে কাকে মেরেছে এবিষয়ে কিছু জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সম্মেলনস্থলের অদূরে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম!

আপলোড টাইম : ০৯:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোমিন ও আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সমিরকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনস্থলের অদূরে এ ঘটনা ঘটে। এসময় সম্মেলনের অন্য নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার জেহালার ইউনিয়নের স’মিল পাড়ার মৃত শাহাদাতের ছেলে ও জেহালা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সমীর (৪৫) এবং চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোমিন (৪০)।

চুয়াডাঙ্গা সদর হাসপতাালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘দুজনেরই হাত ভেঙ্গে গেছে। এছাড়া তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে তাদেরকে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘দুই যুবলীগ নেতাকর্মীকে মারধর করা হয়েছে বলে শুনেছি। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামানের নেতৃত্বে পূর্বপরিকল্পানা অনুযায়ী এই হামলা করেছে তারা।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘ত্রি-বার্ষিক সম্মেলনের অদূরে একটি মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কে কাকে মেরেছে এবিষয়ে কিছু জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’