ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

সভাপতি নূরুল ও সম্পাদক সৈকত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ১৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
‘যুদ্ধ নয় শান্তি, এই হোক চিরকালীন ব্রত’ স্লোগানে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গার অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চত্বর ও ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সংগঠনের নবীন-প্রবীণ কর্মী ও চুয়াডাঙ্গার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি চত্বর।
জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে সকাল ৯টায় জাতীয়, সম্মেলন ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এর মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ। উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভার শুরুতেই বিগত দুই বছরে শিল্প-সাহিত্য জগতের যে সকল বরেণ্য ব্যক্তিরা মারা গেছেন, তাঁদের এবং সকল গণতান্ত্রিক আন্দোলন ও মানবতার মুক্তি আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক প্রস্তাব আনা হয়। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বজলুর রহমান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিবিদ ড. হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক ও অরিন্দমের সাবেক সভাপতি মো. আলাউদ্দীন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি কাজল মাহমুদ ও উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সদস্য শাহেদ জামাল।
বক্তারা বলেন, সংস্কৃতি কর্মীরা সসময় দেশের সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের মানুষ যদি সাংস্কৃতিক মুক্তি পায়, তাহলে সত্যি সত্যিই দেশ মুক্তি পাবে। এ জন্য স্ব স্ব অবস্থান থেকে সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের সভাকক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অরিন্দমের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত কাউন্সিলে নূরুল ইসলাম মালিককে সভাপতি ও আব্দুস সালাম সৈকতকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আব্দুল মোমিন টিপু, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, অর্থ-সম্পাদক আমিনুজ্জামান সুমন, নাট্য-সম্পাদক হিরন-উর রশীদ শান্ত, সাহিত্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পী, দপ্তর ও তথ্য-প্রযুক্তি সম্পাদক আলী হোসেন, নৃত্য ও সঙ্গীত সম্পাদক সুমিতা দে, সমাজসেবা সম্পাদক শাহীন-উল কাদির। পাঁচজন কার্যকরী সদস্য হলেন- মো. আলাউদ্দীন, হারুন-অর রশীদ, আলাউদ্দিন উমর, বজলুর রহমান জোয়ার্দ্দার, সেলিমুল হাবীব। নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সভাপতি নূরুল ও সম্পাদক সৈকত

আপলোড টাইম : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
‘যুদ্ধ নয় শান্তি, এই হোক চিরকালীন ব্রত’ স্লোগানে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গার অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চত্বর ও ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সংগঠনের নবীন-প্রবীণ কর্মী ও চুয়াডাঙ্গার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি চত্বর।
জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে সকাল ৯টায় জাতীয়, সম্মেলন ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এর মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ। উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভার শুরুতেই বিগত দুই বছরে শিল্প-সাহিত্য জগতের যে সকল বরেণ্য ব্যক্তিরা মারা গেছেন, তাঁদের এবং সকল গণতান্ত্রিক আন্দোলন ও মানবতার মুক্তি আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক প্রস্তাব আনা হয়। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বজলুর রহমান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিবিদ ড. হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক ও অরিন্দমের সাবেক সভাপতি মো. আলাউদ্দীন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি কাজল মাহমুদ ও উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সদস্য শাহেদ জামাল।
বক্তারা বলেন, সংস্কৃতি কর্মীরা সসময় দেশের সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের মানুষ যদি সাংস্কৃতিক মুক্তি পায়, তাহলে সত্যি সত্যিই দেশ মুক্তি পাবে। এ জন্য স্ব স্ব অবস্থান থেকে সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের সভাকক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অরিন্দমের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত কাউন্সিলে নূরুল ইসলাম মালিককে সভাপতি ও আব্দুস সালাম সৈকতকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আব্দুল মোমিন টিপু, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, অর্থ-সম্পাদক আমিনুজ্জামান সুমন, নাট্য-সম্পাদক হিরন-উর রশীদ শান্ত, সাহিত্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পী, দপ্তর ও তথ্য-প্রযুক্তি সম্পাদক আলী হোসেন, নৃত্য ও সঙ্গীত সম্পাদক সুমিতা দে, সমাজসেবা সম্পাদক শাহীন-উল কাদির। পাঁচজন কার্যকরী সদস্য হলেন- মো. আলাউদ্দীন, হারুন-অর রশীদ, আলাউদ্দিন উমর, বজলুর রহমান জোয়ার্দ্দার, সেলিমুল হাবীব। নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।