ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সবারই উচিত সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানো: ডিসি নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

‘আমাদের আবেগ আছে, অনুভূতি আছে, আছে বন্ধুত্বের শক্ত মেলবন্ধন’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচ সাক্ষাত’র রজতজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থনে গিয়ে সমাপ্তি হয়। পরে বিকেল চারটার দিকে গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়। চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি এলাকায় সাক্ষাত’র কার্যালয় ক্লাব-৯৬ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও স্কুলব্যাগ বিতরণ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাত’র রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক নাসিম আহম্মেদ মিকাইলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্কুল জীবনের স্মৃতি কোনোদিন ভোলা যায় না। স্কুল জীবনের বন্ধুদের কাছে পেলে পুরোন স্মৃতিকে জাগিয়ে তোলে। মনে হয় আবার স্কুল জীবনে ফিরে গেছি। চুয়াডাঙ্গা যোগদানের পর করোনার কারণে কোনো সংগঠনের সাথেই ঠিকমতো দেখা করা হয়নি। আজ সাক্ষাতের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের সকলেই উচিত এই সাক্ষাতের মতো সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানো।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। ইমন সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাক্ষাত’র অন্যান্য সদস্যরা। আলোচনা সভা শেষে সন্ধ্যায় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের অ্যাডিশনাল সিওপিএস নাহিদ হাসান খান নিপু, বিশিষ্ট উদ্যোক্তা ও সংগঠক মেরিনা জামান মমি, ডা. নুর আলম আকাশ, ডা. জন, আশরাফ, মারুফ, রাসেল, টিটু, পারভেজ, লালন, সেলিমসহ সাক্ষাত-৯৬ ব্যাচের অন্যান্য সদস্যরা। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সবারই উচিত সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানো: ডিসি নজরুল ইসলাম

আপলোড টাইম : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

‘আমাদের আবেগ আছে, অনুভূতি আছে, আছে বন্ধুত্বের শক্ত মেলবন্ধন’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচ সাক্ষাত’র রজতজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থনে গিয়ে সমাপ্তি হয়। পরে বিকেল চারটার দিকে গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়। চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি এলাকায় সাক্ষাত’র কার্যালয় ক্লাব-৯৬ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও স্কুলব্যাগ বিতরণ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাত’র রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক নাসিম আহম্মেদ মিকাইলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্কুল জীবনের স্মৃতি কোনোদিন ভোলা যায় না। স্কুল জীবনের বন্ধুদের কাছে পেলে পুরোন স্মৃতিকে জাগিয়ে তোলে। মনে হয় আবার স্কুল জীবনে ফিরে গেছি। চুয়াডাঙ্গা যোগদানের পর করোনার কারণে কোনো সংগঠনের সাথেই ঠিকমতো দেখা করা হয়নি। আজ সাক্ষাতের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের সকলেই উচিত এই সাক্ষাতের মতো সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানো।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। ইমন সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাক্ষাত’র অন্যান্য সদস্যরা। আলোচনা সভা শেষে সন্ধ্যায় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের অ্যাডিশনাল সিওপিএস নাহিদ হাসান খান নিপু, বিশিষ্ট উদ্যোক্তা ও সংগঠক মেরিনা জামান মমি, ডা. নুর আলম আকাশ, ডা. জন, আশরাফ, মারুফ, রাসেল, টিটু, পারভেজ, লালন, সেলিমসহ সাক্ষাত-৯৬ ব্যাচের অন্যান্য সদস্যরা। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।