ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সপ্তাহ পেরোইনি বিয়ের; নববধূর আত্মহত্যা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • / ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের এক সপ্তাহ পার হয়নি, হাতের মেহেদী এখনো জ্বলজ্বল করছে। এরমধ্যেই কি যেন কি হয়ে গেল, পৃথিবীর সব মায়া ছেড়ে নিজের জীবন নিজেই বির্সজন দিয়ে এক নববধূ চলে গেলেন না ফেরার দেশে। শ্রাবণী আক্তার লাবনী (২০) নামের ওই নববধূ নিজ মায়ের ঘরেই গলাই ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে করেন আত্মহত্যা। পরিবারের লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হয়েই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ফিরতে হলো বাড়ি। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জের নতুন বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণী আক্তার কেদারগঞ্জ নতুন বাজারপাড়ার ইসাহক আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন শ্রাবণী। গত বৃহস্পতিবারে পারিবারিকভাবে শ্রাবণীকে কুষ্টিয়া জেলার হালসা গ্রামের আলিমুজ্জামানের ছেলে সোহানুজ্জামান সোহানের সঙ্গে বিবাহ দেওয়া হয়। কিন্তু বিয়ের পরের দিনই শ্রাবণী চুয়াডাঙ্গার নিজ বাড়িতে চলে আসেন। এরমধ্যেই গতকাল বুধবার সকালে সে হঠাৎ করেই নিজ মায়ের ঘরে গলায় ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশি অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বিয়ের পরের দিনই শ্রাবণী নিজ বাড়িতে ফিরে আসে। এরপর থেকেই শ্রাবণী ও তার মা-বাবার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। অন্য একটি ছেলের সঙ্গে লাবণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এক সপ্তাহ পূর্বে লাবনীর বিবাহ হয় হালসার একটি ছেলের সঙ্গে। সম্ভবত ঝামেলা এই কারণেই।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহামেদ বলেন, ‘সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা শ্রাবণীকে জরুরি বিভাগে নিয়ে আসে। সে গলাই ফাঁস দিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তাঁর মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বিয়ের সাতদিন পর শ্রাবণী নামের এক নববধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিয়ের আগে তার একটি প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছি। যে কারণে বিয়ের পরেরদিনই শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে শ্রাবণী। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে সে আত্মহত্যা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সপ্তাহ পেরোইনি বিয়ের; নববধূর আত্মহত্যা!

আপলোড টাইম : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক: বিয়ের এক সপ্তাহ পার হয়নি, হাতের মেহেদী এখনো জ্বলজ্বল করছে। এরমধ্যেই কি যেন কি হয়ে গেল, পৃথিবীর সব মায়া ছেড়ে নিজের জীবন নিজেই বির্সজন দিয়ে এক নববধূ চলে গেলেন না ফেরার দেশে। শ্রাবণী আক্তার লাবনী (২০) নামের ওই নববধূ নিজ মায়ের ঘরেই গলাই ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে করেন আত্মহত্যা। পরিবারের লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হয়েই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ফিরতে হলো বাড়ি। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জের নতুন বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণী আক্তার কেদারগঞ্জ নতুন বাজারপাড়ার ইসাহক আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন শ্রাবণী। গত বৃহস্পতিবারে পারিবারিকভাবে শ্রাবণীকে কুষ্টিয়া জেলার হালসা গ্রামের আলিমুজ্জামানের ছেলে সোহানুজ্জামান সোহানের সঙ্গে বিবাহ দেওয়া হয়। কিন্তু বিয়ের পরের দিনই শ্রাবণী চুয়াডাঙ্গার নিজ বাড়িতে চলে আসেন। এরমধ্যেই গতকাল বুধবার সকালে সে হঠাৎ করেই নিজ মায়ের ঘরে গলায় ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশি অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বিয়ের পরের দিনই শ্রাবণী নিজ বাড়িতে ফিরে আসে। এরপর থেকেই শ্রাবণী ও তার মা-বাবার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। অন্য একটি ছেলের সঙ্গে লাবণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এক সপ্তাহ পূর্বে লাবনীর বিবাহ হয় হালসার একটি ছেলের সঙ্গে। সম্ভবত ঝামেলা এই কারণেই।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহামেদ বলেন, ‘সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা শ্রাবণীকে জরুরি বিভাগে নিয়ে আসে। সে গলাই ফাঁস দিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তাঁর মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বিয়ের সাতদিন পর শ্রাবণী নামের এক নববধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিয়ের আগে তার একটি প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছি। যে কারণে বিয়ের পরেরদিনই শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে শ্রাবণী। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে সে আত্মহত্যা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’