ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিরুদ্ধে আদালতে মামলা

কারণ দর্শানোর নোটিশ, নিয়োগ কার্যক্রম স্থগিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ে চারটি পদে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় আদালতে মামলা হয়েছে। বিদ্যালয়টির আজীবন দাতা সদস্য ইমাম হাসান গত মঙ্গলবার নিয়োগের যাবতীয় কার্যক্রম বন্ধ চেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা সহকারী বিজ্ঞ জজ আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তছিম উদ্দীন ও প্রধান শিক্ষক উবাইদুল্লাহকে। মামলা নম্বর দেং-২১১/২০২৩। এসময় বিজ্ঞ আদালত বিবাদীগণের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এবং সে সময় পর্যন্ত নিয়োগের যাবতীয় কার্যক্রম স্থগিত করার নির্দেশ প্রদান করেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তছিম উদ্দীন সভাপতি হবার পর ব্যক্তি প্রভাব খাটিয়ে অত্র বিদ্যালয়ের অভিভাবক, অভিভাবক সদস্য, দাতা সদস্যদের অজান্তে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত থেকে সভাপতি ও প্রধান শিক্ষক ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য করে লাভবান হবার আশায় প্রতিষ্ঠানে কোনো রেজ্যুলেশন ছাড়ায় প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী দাতা সদস্য বা অন্যন্য সদস্যদের অগোচরে অনিয়মিত একটি স্থানীয় পত্রিকা ‘দৈনিক সকালের খোঁজখবর’-এ শূন্যপদে একজন অফিস সহায়ক, একজন নিরাপত্তা কর্মী, একজন পরিচ্ছন্নতা কর্মী ও একজন আয়া নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে ১ হাজার টাকা ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে হবে মর্মে প্রকাশ করে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ বলেন, আজকে (মঙ্গলবার) আদালত থেকে আসা একটি নোটিশ হাতে পেয়েছি। নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। আদালত থেকে ফয়সালা হয়ে আসলে তারপর নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি তছিম উদ্দীন বলেন, ‘বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ইমাম হাসান আদালতে যে সব তথ্য উপস্থাপন করেছেন, তা সবই মিথ্যা ও বানোয়াট, এর কোনো ভিত্তি নেই। পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে মিটিং করে রেজ্যুলেশন করেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যা হোক আদালত থেকে সমন এসেছে। আদালত কী ফয়সালা দেয়, দেখা যাক।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিরুদ্ধে আদালতে মামলা

কারণ দর্শানোর নোটিশ, নিয়োগ কার্যক্রম স্থগিত

আপলোড টাইম : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ে চারটি পদে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় আদালতে মামলা হয়েছে। বিদ্যালয়টির আজীবন দাতা সদস্য ইমাম হাসান গত মঙ্গলবার নিয়োগের যাবতীয় কার্যক্রম বন্ধ চেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা সহকারী বিজ্ঞ জজ আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তছিম উদ্দীন ও প্রধান শিক্ষক উবাইদুল্লাহকে। মামলা নম্বর দেং-২১১/২০২৩। এসময় বিজ্ঞ আদালত বিবাদীগণের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এবং সে সময় পর্যন্ত নিয়োগের যাবতীয় কার্যক্রম স্থগিত করার নির্দেশ প্রদান করেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তছিম উদ্দীন সভাপতি হবার পর ব্যক্তি প্রভাব খাটিয়ে অত্র বিদ্যালয়ের অভিভাবক, অভিভাবক সদস্য, দাতা সদস্যদের অজান্তে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত থেকে সভাপতি ও প্রধান শিক্ষক ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য করে লাভবান হবার আশায় প্রতিষ্ঠানে কোনো রেজ্যুলেশন ছাড়ায় প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী দাতা সদস্য বা অন্যন্য সদস্যদের অগোচরে অনিয়মিত একটি স্থানীয় পত্রিকা ‘দৈনিক সকালের খোঁজখবর’-এ শূন্যপদে একজন অফিস সহায়ক, একজন নিরাপত্তা কর্মী, একজন পরিচ্ছন্নতা কর্মী ও একজন আয়া নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে ১ হাজার টাকা ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে হবে মর্মে প্রকাশ করে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ বলেন, আজকে (মঙ্গলবার) আদালত থেকে আসা একটি নোটিশ হাতে পেয়েছি। নিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। আদালত থেকে ফয়সালা হয়ে আসলে তারপর নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি তছিম উদ্দীন বলেন, ‘বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ইমাম হাসান আদালতে যে সব তথ্য উপস্থাপন করেছেন, তা সবই মিথ্যা ও বানোয়াট, এর কোনো ভিত্তি নেই। পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে মিটিং করে রেজ্যুলেশন করেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যা হোক আদালত থেকে সমন এসেছে। আদালত কী ফয়সালা দেয়, দেখা যাক।’