ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে দ্রুত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সাইফ আহমেদ (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফ হোসেন হাজরাহাটি গ্রামের বিশ্বাসপাড়ার মৃত শরীফ আহমেদের ছেলে ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নিজ মোটরসাইকেলযোগে গ্রামের মধ্যেই ঘোরাঘুরি করছিল সাইফ। একপর্যায়ে স্কুলপাড়ার মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা মারে। পোলের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফের বন্ধু সাকিল জানায়, ‘বিকেলে নিজ টিভিএস ফোরভি মোটরসাইকেল নিয়ে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছিল সাইফ। এর কিছুক্ষণ পরেই শুনতে পারি মোটরসাইকেল নিয়ে সে পোলের সঙ্গে ধাক্কা মেরেছে। পরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সাইফের কান দিয়ে অবিরত রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিলে ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় সাইফকে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পারি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা মারে। মাধায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সদর থানাধীন হাজরাহাটি গ্রামে বিকেল সাড়ে চারটার দিকে সাইফ নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় ব্যক্তিরা সাইফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তাস্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপলোড টাইম : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে দ্রুত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সাইফ আহমেদ (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফ হোসেন হাজরাহাটি গ্রামের বিশ্বাসপাড়ার মৃত শরীফ আহমেদের ছেলে ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নিজ মোটরসাইকেলযোগে গ্রামের মধ্যেই ঘোরাঘুরি করছিল সাইফ। একপর্যায়ে স্কুলপাড়ার মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা মারে। পোলের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফের বন্ধু সাকিল জানায়, ‘বিকেলে নিজ টিভিএস ফোরভি মোটরসাইকেল নিয়ে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছিল সাইফ। এর কিছুক্ষণ পরেই শুনতে পারি মোটরসাইকেল নিয়ে সে পোলের সঙ্গে ধাক্কা মেরেছে। পরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সাইফের কান দিয়ে অবিরত রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিলে ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় সাইফকে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পারি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা মারে। মাধায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সদর থানাধীন হাজরাহাটি গ্রামে বিকেল সাড়ে চারটার দিকে সাইফ নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় ব্যক্তিরা সাইফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তাস্তর করা হয়েছে।’