ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শ্বশুরের আমগাছে মাফলার পেচাঁলেন জামাই!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়ায় শ্বশুরবাড়ির আমগাছে গলায় মাফলার পেঁচিয়ে জামাই এরশাদ (৪৮) আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী ভুলটিয়া গ্রামের শেখ পাড়ার মোহাম্মদ আলী ছেলে। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, পারিবারিক কলোহের জের ধরে শ্বশুরবাড়ির আমবাগানে আম গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন এরশাদ। গতকাল সকালের দিকে গ্রামের আশপাশের লোকজন ইটভাটায় কাজের উদ্দেশ্যে বের হলে আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা এসে আমগাছ থেকে তার মরদেহ উদ্টধার করে। স্থানীয়রা জানান, এরশাদ মাদকদ্রব্য গাঁজায় আসক্ত ছিলেন।

সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই তাইফুজ্জামান বলেন, এরশাদ গাঁজা সেবনে আসক্ত ছিলেন। এছাড়াও অভাবের সংসার, পরিবারের সদস্যদের সাথে খারাপ আচারণসহ নেশাদ্রব্য টাকার জন্য পরিবারের সাথে বিভিন্নভাবে কলোহ বেঁধেই থাকতো। এরশাদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে, গতকাল মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শ্বশুরের আমগাছে মাফলার পেচাঁলেন জামাই!

আপলোড টাইম : ০৮:২৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়ায় শ্বশুরবাড়ির আমগাছে গলায় মাফলার পেঁচিয়ে জামাই এরশাদ (৪৮) আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী ভুলটিয়া গ্রামের শেখ পাড়ার মোহাম্মদ আলী ছেলে। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, পারিবারিক কলোহের জের ধরে শ্বশুরবাড়ির আমবাগানে আম গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন এরশাদ। গতকাল সকালের দিকে গ্রামের আশপাশের লোকজন ইটভাটায় কাজের উদ্দেশ্যে বের হলে আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা এসে আমগাছ থেকে তার মরদেহ উদ্টধার করে। স্থানীয়রা জানান, এরশাদ মাদকদ্রব্য গাঁজায় আসক্ত ছিলেন।

সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই তাইফুজ্জামান বলেন, এরশাদ গাঁজা সেবনে আসক্ত ছিলেন। এছাড়াও অভাবের সংসার, পরিবারের সদস্যদের সাথে খারাপ আচারণসহ নেশাদ্রব্য টাকার জন্য পরিবারের সাথে বিভিন্নভাবে কলোহ বেঁধেই থাকতো। এরশাদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে, গতকাল মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।