ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী

চুয়াডাঙ্গা ও জীবননগরে ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ও জীবননগরে কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও জীবননগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পৃথক উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল এতে সভাপতিত্ব করেন।
কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছাত্রদল নেতারা আবরার হত্যার সুষ্ঠু বিচার এবং বাংলাদেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান। এসময় কলেজ প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়। স্মরণ সভায় বক্তারা শহীদ আবরারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
মিছিল ও সভায় অংশ নেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, রকিবুল হাসান, রুবেল জোর্দার, সাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ওয়াশিম আকরাম খোকন, আকরামুল হাসান সবুজ, রায়হান আবির, সোহাগ, আল শাহরিয়ার প্রান্ত, আব্দুস সালাম, সাইফুল, সুইট, মাহফুজ, আমান, স্বাধীন, তুহিন, মিতুল, ইমন, নাফিস, হাসিব আতিক, ইসমাইল, মিহির, সাইফুল, তুষার, রাজু, মামুন, সবুজ, পারভেজ, শিহাব, রাতুল, শামীম, সজীব প্রমুখ।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জীবননগরেও শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জীবননগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এর আয়োজন করা হয়। স্মরণ সভায় শহীদ আবরার ফাহাদের স্মরণে বক্তব্য দেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন।
মোকছেদুর রহমান রিমন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো হত্যাকে প্রশ্রয় দেয় না, তারা শান্তিতে বিশ্বাসী। দেশ গড়ার প্রত্যয়ে ছাত্রদল প্রতিনিয়ত কাজ করে, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেভাবে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে, তা কখনোই আমরা মেনে নেব না। বাংলার মাটিতে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী

চুয়াডাঙ্গা ও জীবননগরে ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা

আপলোড টাইম : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ও জীবননগরে কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও জীবননগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পৃথক উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল এতে সভাপতিত্ব করেন।
কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছাত্রদল নেতারা আবরার হত্যার সুষ্ঠু বিচার এবং বাংলাদেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান। এসময় কলেজ প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়। স্মরণ সভায় বক্তারা শহীদ আবরারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
মিছিল ও সভায় অংশ নেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, রকিবুল হাসান, রুবেল জোর্দার, সাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ওয়াশিম আকরাম খোকন, আকরামুল হাসান সবুজ, রায়হান আবির, সোহাগ, আল শাহরিয়ার প্রান্ত, আব্দুস সালাম, সাইফুল, সুইট, মাহফুজ, আমান, স্বাধীন, তুহিন, মিতুল, ইমন, নাফিস, হাসিব আতিক, ইসমাইল, মিহির, সাইফুল, তুষার, রাজু, মামুন, সবুজ, পারভেজ, শিহাব, রাতুল, শামীম, সজীব প্রমুখ।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জীবননগরেও শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জীবননগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এর আয়োজন করা হয়। স্মরণ সভায় শহীদ আবরার ফাহাদের স্মরণে বক্তব্য দেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন।
মোকছেদুর রহমান রিমন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো হত্যাকে প্রশ্রয় দেয় না, তারা শান্তিতে বিশ্বাসী। দেশ গড়ার প্রত্যয়ে ছাত্রদল প্রতিনিয়ত কাজ করে, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেভাবে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে, তা কখনোই আমরা মেনে নেব না। বাংলার মাটিতে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’