ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন চুয়াডাঙ্গার হুমায়ন কবির

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে রাবি হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক (গ্রেড-১) হুমায়ুন কবীরকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো। উক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

হুমায়ুন কবীর ১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা শহরের এতিমখানা পাড়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মৃত লুৎফর রহমান ছেলে। তিনি চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও ১৯৮৫ সালে এমকম ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এরপর ২০০৪ সালে তিনি অধ্যাপক হন। হুমায়ন কবির চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের ভাগ্নে।

এদিকে, হুমায়ন কবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রসহ চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন চুয়াডাঙ্গার হুমায়ন কবির

আপলোড টাইম : ০২:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে রাবি হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক (গ্রেড-১) হুমায়ুন কবীরকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো। উক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

হুমায়ুন কবীর ১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা শহরের এতিমখানা পাড়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মৃত লুৎফর রহমান ছেলে। তিনি চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে বিকম (সম্মান) ও ১৯৮৫ সালে এমকম ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এরপর ২০০৪ সালে তিনি অধ্যাপক হন। হুমায়ন কবির চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের ভাগ্নে।

এদিকে, হুমায়ন কবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রসহ চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।