ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মেয়ের বিয়ের দিন খুন হলেন বাবা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে বাবলুর রহমান (৪৫) নামের এক কৃষককে কোদালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনা অভিযুক্ত জমির হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্লা জানান, গতকাল বাবলুর মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। সকালে বাবলু প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হলে একই গ্রামের জমির হোসন পেছন থেকে কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে স্থানীয় লোকজন বাবলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জমির হোসেন একজন বদমেজাজি লোক। তিনি প্রায়ই এলাকার মানুষের সঙ্গে ঝামেলা করেন এবং দেশীয় হাসুয়া, রড, লাঠি দিয়ে মারধর করার জন্য ধাওয়া করেন। তাঁর কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করে। গতকাল ছিল বাবলুর মেয়ের বিয়ে। সে কারণে বাবলু তাঁর ভাইদের বাড়িতে যাচ্ছিলেন ডাকতে। এসময় জমির হোসেন পিছন থেকে এসে কোদাল দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে বাবলু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন বাবলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাগবির হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বাবলুর মৃত্যু হয়েছে। এদিকে, হত্যা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস।

এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, গঙ্গাদাশপুর গ্রামে হত্যার ঘটনায় জড়িত জমির হোসেনেক তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এবং লাশ ময়নাতদন্ত শেষে নিহতর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেয়ের বিয়ের দিন খুন হলেন বাবা

আপলোড টাইম : ০৬:২৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

জীবননগর অফিস: জীবননগরে বাবলুর রহমান (৪৫) নামের এক কৃষককে কোদালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনা অভিযুক্ত জমির হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্লা জানান, গতকাল বাবলুর মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। সকালে বাবলু প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হলে একই গ্রামের জমির হোসন পেছন থেকে কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে স্থানীয় লোকজন বাবলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জমির হোসেন একজন বদমেজাজি লোক। তিনি প্রায়ই এলাকার মানুষের সঙ্গে ঝামেলা করেন এবং দেশীয় হাসুয়া, রড, লাঠি দিয়ে মারধর করার জন্য ধাওয়া করেন। তাঁর কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করে। গতকাল ছিল বাবলুর মেয়ের বিয়ে। সে কারণে বাবলু তাঁর ভাইদের বাড়িতে যাচ্ছিলেন ডাকতে। এসময় জমির হোসেন পিছন থেকে এসে কোদাল দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে বাবলু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন বাবলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাগবির হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বাবলুর মৃত্যু হয়েছে। এদিকে, হত্যা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস।

এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, গঙ্গাদাশপুর গ্রামে হত্যার ঘটনায় জড়িত জমির হোসেনেক তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এবং লাশ ময়নাতদন্ত শেষে নিহতর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।