ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে ডিসি সিফাত মেহনাজ

শুধু সভা-সেমিনার করে সুফল বয়ে আনবে না

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জনসাধারণ ও পথচারীদের হাত ধোয়াতে উদ্বুদ্ধ করতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক ধরনের ছোঁয়াচে রোগ থেকে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার সহায়তা করে। হাত ধোয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হাত দিয়ে আমরা খাবার খাই অপরিষ্কার হাত থাকলে হাতে থাকা জীবাণুগুলি সরাসরি আমাদের পেটে চলে যায়, ওখান থেকে সংক্রামকের সৃষ্টি হয়, পরে পেটে ব্যথাসহ নানা ধরনের জটিলতা দেখা দেয়। বিশেষ করে বাড়িতে আপনাদের বাঁচ্চাদের ও বাঁচ্চার মায়েদেরও এ ব্যাপারে সচেতন করবেন। শুধু সভা-সেমিনার করে এর সুফল বয়ে আনবে না।’

এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন বলেন, ‘আমাদেরকে পারিবারিকভাবে হাত ধৌত করার সুফল সম্পর্কে জানতে হবে। তাই আসুন নিজে হাত ধৌত করি, অন্য কেউ হাত ধোয়ার সুফল সম্পর্কে জানতে সহায়তা করি।’

এসময় পুলিশ পরিদর্শক আবুল আমিল, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর ভূমি অফিসার গাজী মহিউদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ওয়াহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে ডিসি সিফাত মেহনাজ

শুধু সভা-সেমিনার করে সুফল বয়ে আনবে না

আপলোড টাইম : ১০:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জনসাধারণ ও পথচারীদের হাত ধোয়াতে উদ্বুদ্ধ করতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক ধরনের ছোঁয়াচে রোগ থেকে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার সহায়তা করে। হাত ধোয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হাত দিয়ে আমরা খাবার খাই অপরিষ্কার হাত থাকলে হাতে থাকা জীবাণুগুলি সরাসরি আমাদের পেটে চলে যায়, ওখান থেকে সংক্রামকের সৃষ্টি হয়, পরে পেটে ব্যথাসহ নানা ধরনের জটিলতা দেখা দেয়। বিশেষ করে বাড়িতে আপনাদের বাঁচ্চাদের ও বাঁচ্চার মায়েদেরও এ ব্যাপারে সচেতন করবেন। শুধু সভা-সেমিনার করে এর সুফল বয়ে আনবে না।’

এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন বলেন, ‘আমাদেরকে পারিবারিকভাবে হাত ধৌত করার সুফল সম্পর্কে জানতে হবে। তাই আসুন নিজে হাত ধৌত করি, অন্য কেউ হাত ধোয়ার সুফল সম্পর্কে জানতে সহায়তা করি।’

এসময় পুলিশ পরিদর্শক আবুল আমিল, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর ভূমি অফিসার গাজী মহিউদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ওয়াহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।