ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন: চুয়াডাঙ্গায় ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৮ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‌্যালিসহ নানা আয়োজনে দিবসটি উদ্যাপন হয়।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার। আলোচনা সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই ও গ্রন্থাগার একে অন্যের পরিপূরক। ভাষা, একুশ ও গ্রন্থ সবই আমাদের জন্য পরিপূরক শব্দ। গ্রন্থাগার কেবল তার অবকাঠামো বা বইপুস্তকের অবকাঠামো নয়, বরং তা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এটি ভাষা নির্মাণে ভূমিকা রাখে। আজ পৃথিবীর যেকোনো মানুষ জ্ঞানকেই অগ্রভাগে রাখে। তাই যে জাতি জ্ঞানবিজ্ঞানে যত এগিয়ে তারা তত উন্নত। অনেকেই বলছেন, মুদ্রিত বইয়ের আকাঙ্খা হয়তো কমে যাচ্ছে, তবে তা ঠিক নয়। কারণ জ্ঞানের যে বীজ, তা আসে লেখ্যরূপ থেকেই। আর তাকে বাঁচিয়ে রাখতে গ্রন্থাগারের ভূমিকা অসামান্য। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সভাপতি হারুণ অর রশিদ।


মেহেরপুর:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা শেষে ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য আরো দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নুরুল আহমদ, জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদুল হক প্রমূখ। পরে সেখানে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন: চুয়াডাঙ্গায় ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০১:৫৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ ডেস্ক:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‌্যালিসহ নানা আয়োজনে দিবসটি উদ্যাপন হয়।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার। আলোচনা সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই ও গ্রন্থাগার একে অন্যের পরিপূরক। ভাষা, একুশ ও গ্রন্থ সবই আমাদের জন্য পরিপূরক শব্দ। গ্রন্থাগার কেবল তার অবকাঠামো বা বইপুস্তকের অবকাঠামো নয়, বরং তা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এটি ভাষা নির্মাণে ভূমিকা রাখে। আজ পৃথিবীর যেকোনো মানুষ জ্ঞানকেই অগ্রভাগে রাখে। তাই যে জাতি জ্ঞানবিজ্ঞানে যত এগিয়ে তারা তত উন্নত। অনেকেই বলছেন, মুদ্রিত বইয়ের আকাঙ্খা হয়তো কমে যাচ্ছে, তবে তা ঠিক নয়। কারণ জ্ঞানের যে বীজ, তা আসে লেখ্যরূপ থেকেই। আর তাকে বাঁচিয়ে রাখতে গ্রন্থাগারের ভূমিকা অসামান্য। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সভাপতি হারুণ অর রশিদ।


মেহেরপুর:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা শেষে ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য আরো দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নুরুল আহমদ, জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদুল হক প্রমূখ। পরে সেখানে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।