ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

মেঘ-বৃষ্টির এই খেলা থাকবে আরও দুদিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বসন্তের প্রথম সপ্তাহে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বসন্ত ঋতু চলমান, তবে প্রকৃতি থেকে এখনো বিদায় নেয়নি শীত। এরই মধ্যে গতকাল রোববার দেশের সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।

গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সারা দেশে মেঘ-বৃষ্টির এই পরিস্থিতি থাকতে পারে দুদিন। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর ছাড়া দেশের বাকি সাত বিভাগে বৃষ্টি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মেঘ-বৃষ্টির এ পরিস্থিতি দুদিন থাকতে পারে। তবে বৃষ্টির আভাস দিলেও রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে, গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তবে এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দুদিন পর মেঘ-বৃষ্টি পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও আবোহাওয়া অধিদপ্তার সূত্রে জানা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেঘ-বৃষ্টির এই খেলা থাকবে আরও দুদিন

আপলোড টাইম : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বসন্তের প্রথম সপ্তাহে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বসন্ত ঋতু চলমান, তবে প্রকৃতি থেকে এখনো বিদায় নেয়নি শীত। এরই মধ্যে গতকাল রোববার দেশের সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।

গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সারা দেশে মেঘ-বৃষ্টির এই পরিস্থিতি থাকতে পারে দুদিন। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর ছাড়া দেশের বাকি সাত বিভাগে বৃষ্টি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মেঘ-বৃষ্টির এ পরিস্থিতি দুদিন থাকতে পারে। তবে বৃষ্টির আভাস দিলেও রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে, গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তবে এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দুদিন পর মেঘ-বৃষ্টি পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও আবোহাওয়া অধিদপ্তার সূত্রে জানা যায়।