ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মারা গেলেন সাপের কামড়ের শিকার কিশোর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নাজমুল হক (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা নাজমুলকে আলমডাঙ্গার একজন কবিরাজের (ওঝার) বাড়িতে নেয় পরিবারের সদস্যরা। সেখানে ঝাড়ফুঁকের সময় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত নাজমুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের চান্দু আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে জাফরপুরে তাদের নির্মাণাধীন একটি বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন নাজমুল হক। সেখানে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোরে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পরে ব্যাথার তীব্রতা বাড়লে পরিবারের সদস্যদের খবর দেয় নাজমুল। খবর পেয়ে পরিবারের সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে নাজমুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নাজমুলের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেন। এরপর থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কিশোর হাপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দুপুর ১২টার দিকে নাজমুলের অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে আলমডাঙ্গার একজন কবিরাজের নিকটে নেয়। সেখানে কবিরাজের ঝারফুঁকের সময় নাজমুলের মৃত্যু হয়। গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চুয়াডাঙ্গার একটি গ্রুপে নাজমুলের ওপর কবিরাজের ঝারফুঁকের সেই দৃশ্য ভাইরাল হয়।
এ বিষয়ে নিহত নাজমুল হকের ভাই রুবেল বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর তার শরীরে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দুপুর ১২টার দিকে নাজমুলকে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে, ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে নাজমুলকে একজন কবিরাজ ঝাড়ফুঁক করছেন সে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এদিকে, গতকাল বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নাজমুলের দাফন কার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মারা গেলেন সাপের কামড়ের শিকার কিশোর

আপলোড টাইম : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নাজমুল হক (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা নাজমুলকে আলমডাঙ্গার একজন কবিরাজের (ওঝার) বাড়িতে নেয় পরিবারের সদস্যরা। সেখানে ঝাড়ফুঁকের সময় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত নাজমুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের চান্দু আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে জাফরপুরে তাদের নির্মাণাধীন একটি বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন নাজমুল হক। সেখানে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোরে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পরে ব্যাথার তীব্রতা বাড়লে পরিবারের সদস্যদের খবর দেয় নাজমুল। খবর পেয়ে পরিবারের সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে নাজমুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নাজমুলের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেন। এরপর থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কিশোর হাপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দুপুর ১২টার দিকে নাজমুলের অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে আলমডাঙ্গার একজন কবিরাজের নিকটে নেয়। সেখানে কবিরাজের ঝারফুঁকের সময় নাজমুলের মৃত্যু হয়। গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চুয়াডাঙ্গার একটি গ্রুপে নাজমুলের ওপর কবিরাজের ঝারফুঁকের সেই দৃশ্য ভাইরাল হয়।
এ বিষয়ে নিহত নাজমুল হকের ভাই রুবেল বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর তার শরীরে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দুপুর ১২টার দিকে নাজমুলকে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে, ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে নাজমুলকে একজন কবিরাজ ঝাড়ফুঁক করছেন সে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এদিকে, গতকাল বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নাজমুলের দাফন কার্য সম্পন্ন করা হয়।