ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের নিকট থেকে ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজা উদ্ধার হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার বেলগাছি রথখোলা পাড়ার মুলাম আলীর স্ত্রী হামিদা খাতুন (৪৫) ও রেলস্টেশনপাড়ার মৃত আক্কেল আলীর ছেলে মুক্তার আলী (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে হামিদা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে দুপুর সোয়া ২টার দিকে মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হামিদা খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা এবং মুক্তার আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৪:৩৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের নিকট থেকে ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজা উদ্ধার হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার বেলগাছি রথখোলা পাড়ার মুলাম আলীর স্ত্রী হামিদা খাতুন (৪৫) ও রেলস্টেশনপাড়ার মৃত আক্কেল আলীর ছেলে মুক্তার আলী (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে হামিদা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে দুপুর সোয়া ২টার দিকে মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হামিদা খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা এবং মুক্তার আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।