ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় নারী ইউপি সদস্য আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • / ৪২ বার পড়া হয়েছে

জাহিদুল হক বাবু, ঝিনাইদহ:

ঝিনাইদহে ইটভাটায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় আম্বিয়া খাতুন লাখি নামের এক নারী ইউপি সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আম্বিয়া খাতুন লাখি সাগান্না ইউনিয়নের সংরক্ষিত নারী ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বাদপুকুরিয়া গ্রামের মৃত গোলাম রসুল কাঙালের মেয়ে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা স্টার-২ ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে গ্রামের রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। গতকাল দুপুরে সাহেবনগর গ্রাম থেকে ছেড়ে আসা দুটি মাটি বোঝাই ট্রাক্টর পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে সাগান্না বাজারের দিকে আসছিল। এসময় অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়েন মেম্বার লাখি। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য লাখি গুরুতর আহত হয়েছেন। এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি। লিখিতভাবে অভিযোগ হলে অবৈধ মাটি ব্যবসায়ীসহ অবৈধ গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় নারী ইউপি সদস্য আহত

আপলোড টাইম : ০৮:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

জাহিদুল হক বাবু, ঝিনাইদহ:

ঝিনাইদহে ইটভাটায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় আম্বিয়া খাতুন লাখি নামের এক নারী ইউপি সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আম্বিয়া খাতুন লাখি সাগান্না ইউনিয়নের সংরক্ষিত নারী ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বাদপুকুরিয়া গ্রামের মৃত গোলাম রসুল কাঙালের মেয়ে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা স্টার-২ ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে গ্রামের রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। গতকাল দুপুরে সাহেবনগর গ্রাম থেকে ছেড়ে আসা দুটি মাটি বোঝাই ট্রাক্টর পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে সাগান্না বাজারের দিকে আসছিল। এসময় অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়েন মেম্বার লাখি। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য লাখি গুরুতর আহত হয়েছেন। এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি। লিখিতভাবে অভিযোগ হলে অবৈধ মাটি ব্যবসায়ীসহ অবৈধ গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।