ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

মাখালডাঙ্গা ইউনিয়ন আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • / ১০২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গাইদঘাট গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়। পরে ওই ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রমান পায় পুলিশ। পরে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গাইদঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে আটক দেখিয়ে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গত ৪ আগস্ট চুয়াডাঙ্গায় আন্দোলনে নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই সময় তাদের আঘাতে তিন নারী শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হন। পরে তারা ককটেল বিষ্ফোরণ করে চলে যায়। এ ঘটনার প্রায় দুই মাস পর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করলেন ভুক্তভোগী শিক্ষার্থী হাসনা জাহান খুশবু। মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিককে প্রধান আসামি করে ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় রফিকুল ইসলামে নাম না থাকলেও। অজ্ঞাতনামা আসামির তালিকা থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দাবি পুলিশের।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

মাখালডাঙ্গা ইউনিয়ন আ.লীগ নেতা গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গাইদঘাট গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়। পরে ওই ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রমান পায় পুলিশ। পরে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গাইদঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে আটক দেখিয়ে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গত ৪ আগস্ট চুয়াডাঙ্গায় আন্দোলনে নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র রাম দা, হাতকুড়াল, হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই সময় তাদের আঘাতে তিন নারী শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হন। পরে তারা ককটেল বিষ্ফোরণ করে চলে যায়। এ ঘটনার প্রায় দুই মাস পর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করলেন ভুক্তভোগী শিক্ষার্থী হাসনা জাহান খুশবু। মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিককে প্রধান আসামি করে ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় রফিকুল ইসলামে নাম না থাকলেও। অজ্ঞাতনামা আসামির তালিকা থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দাবি পুলিশের।