ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় নারীকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা

ময়নাতদন্ত শেষে অঞ্জলী রানীর সৎকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার নিজ বাড়িতে অঞ্জলী রানী বিশ্বাস হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাতে নিহতের ভাই অশোক কুমার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ অঞ্জলী রানীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে দুপুরেই চুয়াডাঙ্গা তালতলা শ্মশানে লাশের সৎকার সম্পন্ন করে পরিবার।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অঞ্জলী রানী বিশ্বাস হত্যা ঘটনায় মামলা হয়েছে। ঘটনার রাতেই অঞ্জলী রানীর বড় ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আমাদের তদন্ত কার্যক্রম চলছে। ইতোমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া শঙ্কুকে ছেড়ে দেয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হত্যা রহস্যটি উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত বা জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার নিজ বাড়িতে গণেশ প্রামাণিকের স্ত্রী অঞ্জলী রানী খুন হন। এ ঘটনায় ঘরে থাকা জমি বায়নার ২ লাখ ৫০ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটের অভিযোগও তোলন পরিবার। খবর পেয়ে জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃত্যুর সঠিক করাণ নির্ণয়ে ময়নাতন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নারীকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা

ময়নাতদন্ত শেষে অঞ্জলী রানীর সৎকার

আপলোড টাইম : ০৯:৩২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার নিজ বাড়িতে অঞ্জলী রানী বিশ্বাস হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাতে নিহতের ভাই অশোক কুমার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ অঞ্জলী রানীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে দুপুরেই চুয়াডাঙ্গা তালতলা শ্মশানে লাশের সৎকার সম্পন্ন করে পরিবার।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অঞ্জলী রানী বিশ্বাস হত্যা ঘটনায় মামলা হয়েছে। ঘটনার রাতেই অঞ্জলী রানীর বড় ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আমাদের তদন্ত কার্যক্রম চলছে। ইতোমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া শঙ্কুকে ছেড়ে দেয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হত্যা রহস্যটি উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত বা জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার নিজ বাড়িতে গণেশ প্রামাণিকের স্ত্রী অঞ্জলী রানী খুন হন। এ ঘটনায় ঘরে থাকা জমি বায়নার ২ লাখ ৫০ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটের অভিযোগও তোলন পরিবার। খবর পেয়ে জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃত্যুর সঠিক করাণ নির্ণয়ে ময়নাতন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।