ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ভ্যাট-ভেটের জুলুম বন্ধে ব্যবসায়ীদের এক সপ্তাহের আল্টিমেটাম!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • / ৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভ্যাট কর্মকর্তাদের অপসারণের দাবিতে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে চুয়াডাঙ্গার ভ্যাট কর্মকর্তাসহ ভ্যাট অফিসের প্রায় সব কর্মকর্তাদের ৭ দিনের (এক সপ্তাহ) মধ্যে অপসারণের কঠোর হুশিয়ারি দিয়েছে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ঘুষ বানিজ্য বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলন করেন তাঁরা। চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখা ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া চুয়াডাঙ্গার চার উপজেলার ব্যবসায়ীরাও এতে একাত্মতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে পরিবেশক সমিতির নেতারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অসদাচরণ, ভ্যাট অনাদায় দেখিয়ে মামলার নোটিশ, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব খাতা জব্দসহ নানা অনিয়মের অভিযোগ আনেন। এসময় ৭দিনের মধ্যে তাদের অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতৃবৃন্দরা।

        সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম জোয়ার্দ্দার রিংকু। তিনি লিখত বক্তব্যে জানান, ‘চুয়াডাঙ্গা জেলা শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জেলার ভ্যাট কর্মকর্তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে হিসেবের খাতাপত্র জব্দ, অফিসে নিয়ে যাওয়া, মামলার হুমকি, লক্ষ-কোটি টাকার মামলা, নিয়মিত নির্ধারিত ভ্যাট দেওয়া সত্বেও মোটা অংকের টাকা ঘুষ দাবি করেন। প্রায় সকল ব্যবসায়ীই ভ্যাট কর্মকর্তাদের দ্বারা প্রতিনিয়ত মানসিকভাবে লাঞ্চিত হচ্ছেন। এসব নানা কারণে এ জেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কেও ভর করেছে। এরই প্রতিবাদে ভ্যাট কর্মকর্তার (উপ-কমিশনার) অপসারণ, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও দেশের বড় বড় ব্যবসায়ী সংগঠনগুলো বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। আমরা ব্যবসায়ীরা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে চুয়াডাঙ্গার ভ্যাট কর্মকর্তাদের এখনিই অপসারণের জোর দাবি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচার চাচ্ছি।’

চুয়াডাঙ্গা জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বরাবরে স্মারকলিপি ইতিমধ্যে প্রেরণ করেছেন বলে সাংবাদিকদের জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জুগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজি সালাউদ্দীন চান্নু, সাধারণ সম্পাদক মাহবুব আলম জোয়ার্দ্দার রিংকু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মনজুলুল আলম মালিক লার্জ প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত থেকে ভ্যাট কর্মকর্তাদের অপসারণের জোর দাবি তোলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভ্যাট-ভেটের জুলুম বন্ধে ব্যবসায়ীদের এক সপ্তাহের আল্টিমেটাম!

আপলোড টাইম : ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গায় ভ্যাট কর্মকর্তাদের অপসারণের দাবিতে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে চুয়াডাঙ্গার ভ্যাট কর্মকর্তাসহ ভ্যাট অফিসের প্রায় সব কর্মকর্তাদের ৭ দিনের (এক সপ্তাহ) মধ্যে অপসারণের কঠোর হুশিয়ারি দিয়েছে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ঘুষ বানিজ্য বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলন করেন তাঁরা। চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখা ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া চুয়াডাঙ্গার চার উপজেলার ব্যবসায়ীরাও এতে একাত্মতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে পরিবেশক সমিতির নেতারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অসদাচরণ, ভ্যাট অনাদায় দেখিয়ে মামলার নোটিশ, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব খাতা জব্দসহ নানা অনিয়মের অভিযোগ আনেন। এসময় ৭দিনের মধ্যে তাদের অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতৃবৃন্দরা।

        সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম জোয়ার্দ্দার রিংকু। তিনি লিখত বক্তব্যে জানান, ‘চুয়াডাঙ্গা জেলা শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জেলার ভ্যাট কর্মকর্তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে হিসেবের খাতাপত্র জব্দ, অফিসে নিয়ে যাওয়া, মামলার হুমকি, লক্ষ-কোটি টাকার মামলা, নিয়মিত নির্ধারিত ভ্যাট দেওয়া সত্বেও মোটা অংকের টাকা ঘুষ দাবি করেন। প্রায় সকল ব্যবসায়ীই ভ্যাট কর্মকর্তাদের দ্বারা প্রতিনিয়ত মানসিকভাবে লাঞ্চিত হচ্ছেন। এসব নানা কারণে এ জেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কেও ভর করেছে। এরই প্রতিবাদে ভ্যাট কর্মকর্তার (উপ-কমিশনার) অপসারণ, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও দেশের বড় বড় ব্যবসায়ী সংগঠনগুলো বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। আমরা ব্যবসায়ীরা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে চুয়াডাঙ্গার ভ্যাট কর্মকর্তাদের এখনিই অপসারণের জোর দাবি জানিয়ে সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচার চাচ্ছি।’

চুয়াডাঙ্গা জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বরাবরে স্মারকলিপি ইতিমধ্যে প্রেরণ করেছেন বলে সাংবাদিকদের জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জুগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজি সালাউদ্দীন চান্নু, সাধারণ সম্পাদক মাহবুব আলম জোয়ার্দ্দার রিংকু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মনজুলুল আলম মালিক লার্জ প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত থেকে ভ্যাট কর্মকর্তাদের অপসারণের জোর দাবি তোলেন।