ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বোরোর চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / ৪৩ বার পড়া হয়েছে

মিঠুন মাহমুদ:

জীবননগরে শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষকরা। সেই সাথে চলছে চারা পরিচর্যা, রোপণ ও জমি প্রস্তুতের কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। চাষিরা বলছেন, এবারও তাঁদের লাভ ভালোই হবে। এদিকে, বোরো আবাদে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জানা যায়, জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠে মাঠে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি চাষ, চারা রোপণ, সেচ ও সার প্রয়োগ করাই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকে আগাম জাতের উচ্চ ফলনশীল ধানের চারা রোপণ করেছেন। আবার কেউ কেউ ব্যস্ত জমি প্রস্তুত করা নিয়ে। জীবননগর উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

এদিকে, জীবননগর উপজেলায় কনকনে শীত উপেক্ষা করে দিনভর খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার ধানের দাম বেশি হওয়ায় বোরো ধানের চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বীজতলা পরিচর্যা থেকে ধান কাটা পর্যন্ত চাষিদের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। অন্যদিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামে আধুনিক পদ্ধতি অবলম্বন করে যান্ত্রিক মেশিনের সাহায্য স্বল্প সময়ে অল্প খরচে ধানের চারা রোপণ পদ্ধতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন আক্তার বলেন, জীবননগর উপজেলায় এ বছর ৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতঃমধ্যেই বেশ কিছু এলাকাতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বোরোর চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

আপলোড টাইম : ০৯:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

মিঠুন মাহমুদ:

জীবননগরে শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষকরা। সেই সাথে চলছে চারা পরিচর্যা, রোপণ ও জমি প্রস্তুতের কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। চাষিরা বলছেন, এবারও তাঁদের লাভ ভালোই হবে। এদিকে, বোরো আবাদে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জানা যায়, জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠে মাঠে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি চাষ, চারা রোপণ, সেচ ও সার প্রয়োগ করাই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকে আগাম জাতের উচ্চ ফলনশীল ধানের চারা রোপণ করেছেন। আবার কেউ কেউ ব্যস্ত জমি প্রস্তুত করা নিয়ে। জীবননগর উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

এদিকে, জীবননগর উপজেলায় কনকনে শীত উপেক্ষা করে দিনভর খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার ধানের দাম বেশি হওয়ায় বোরো ধানের চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বীজতলা পরিচর্যা থেকে ধান কাটা পর্যন্ত চাষিদের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। অন্যদিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামে আধুনিক পদ্ধতি অবলম্বন করে যান্ত্রিক মেশিনের সাহায্য স্বল্প সময়ে অল্প খরচে ধানের চারা রোপণ পদ্ধতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন আক্তার বলেন, জীবননগর উপজেলায় এ বছর ৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতঃমধ্যেই বেশ কিছু এলাকাতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।