ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

বৃষ্টির পানি অপসারণ নিয়ে দ্বন্দ্বে দুই বোনকে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে বৃষ্টির পানি অপসারণ নিয়ে দ্বন্দ্বে আঁখি (২১) ও তামান্না (১৫) নামের দুই বোনকে পিটিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে মোমিনপুরের সরিষাডাঙ্গা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত দুই বোনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। আহত দুই বোন একই এলাকার এনামুল হক মুকুলের মেয়ে।

আহত দুই বোনের মা আসমিনা খাতুন বলেন, বাড়ির সামনের রাস্তায় বৃষ্টির পানি জমে ছিল। সেটা বের করা নিয়ে পাশের বাড়ির রবিউলের ছেলে নাজমুল, রবিউলের জামাই আসলাম, ওহিদুলের ছেলে মিলন, শহিদুলের ছেলে রনি ও জনিসহ তারা সপরিবারে আমাদের দিকে তেড়ে আসে। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আমার মেজো মেয়ে আঁখি ও ছোট মেয়ে তামান্নাকে লাথি-ঘুষি মারে। আমার বড় মেয়ে নয়নকেও আঘাত করেছে তারা।

এ বিষয়ে মোমিনপুর ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (রতন) বলেন, ‘গত সোমবার রাত ১২টার দিকে বিষয়টি আমি জানতে পারি। বিষয়টি আজ (গতকাল মঙ্গলবার) সকালে উভয়পক্ষ নিয়ে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বৃষ্টির পানি অপসারণ নিয়ে দ্বন্দ্বে দুই বোনকে পিটিয়ে জখম

আপলোড টাইম : ০৯:২৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে বৃষ্টির পানি অপসারণ নিয়ে দ্বন্দ্বে আঁখি (২১) ও তামান্না (১৫) নামের দুই বোনকে পিটিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে মোমিনপুরের সরিষাডাঙ্গা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত দুই বোনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। আহত দুই বোন একই এলাকার এনামুল হক মুকুলের মেয়ে।

আহত দুই বোনের মা আসমিনা খাতুন বলেন, বাড়ির সামনের রাস্তায় বৃষ্টির পানি জমে ছিল। সেটা বের করা নিয়ে পাশের বাড়ির রবিউলের ছেলে নাজমুল, রবিউলের জামাই আসলাম, ওহিদুলের ছেলে মিলন, শহিদুলের ছেলে রনি ও জনিসহ তারা সপরিবারে আমাদের দিকে তেড়ে আসে। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আমার মেজো মেয়ে আঁখি ও ছোট মেয়ে তামান্নাকে লাথি-ঘুষি মারে। আমার বড় মেয়ে নয়নকেও আঘাত করেছে তারা।

এ বিষয়ে মোমিনপুর ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (রতন) বলেন, ‘গত সোমবার রাত ১২টার দিকে বিষয়টি আমি জানতে পারি। বিষয়টি আজ (গতকাল মঙ্গলবার) সকালে উভয়পক্ষ নিয়ে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেব।