ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বাসে ওঠা মানেই অজ্ঞান পার্টির আতঙ্ক!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা থেকে বাসে উঠলেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কেউ না কেউ। প্রতিনিয়ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একের পর এক ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অজ্ঞান পার্টি সিন্ডিকেটের সদস্যরা। বাসে ওঠা মানেই অজ্ঞান পার্টির আতঙ্ক এখন সাধারণ মানুষের মধ্যে।

        গত এক সপ্তাহের মধ্যে জীবননগর উপজেলার হাসাদহ থেকে দুইজনকে অজ্ঞান অবস্থায় স্থানীয় জনগণ উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা থেকে অজ্ঞাত এক ব্যক্তি বাসে উঠলে বাসের ভেতরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে হাসাদাহ বাজারে ওই বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে নামিয়ে রাখলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

        স্থানীয় বেশ কিছু ব্যক্তি অভিযোগ করে বলেন, চুয়াডাঙ্গা থেকে বাসে উঠলে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে। বাসে তো এখন স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করতে হচ্ছে, তাহলে তো গাড়ির সুপারভাইজার এগুলো লক্ষ্য করতে পারে। তা ছাড়া এ ধরণের ঘটনা ঘটলে বাসে যাতায়াত তো দায় হয়ে যাবে। এ বিষয়ে যদি প্রশাসন এখনই ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই সিন্ডিকেটের সদস্যরা আরও ভয়াবহ হয়ে উঠবে।

        জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার বলেন, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বেশ কিছু ব্যক্তি একজন অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাঁকে চিকিৎসা প্রদান করা হয়। তবে তিনি শঙ্কামুক্ত, এখন পর্যন্ত তাঁর কোনো নাম-ঠিকানা জানা যায়নি।

        জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, হাসাদহ বাজার থেকে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নিয়েছে, এমন তথ্য আমি পেয়েছি। এই ঘটনাগুলো চুয়াডাঙ্গা থেকে বাসে আসার সময় হচ্ছে। অজ্ঞান পার্টির সঙ্গে কারা জড়িত তাদের অনুসন্ধানে নেমেছে পুলিশ। আশা করছি, খুব শিগগিরি এই চক্রের সদস্যরা পুলিশের হাতে ধরা পড়বে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বাসে ওঠা মানেই অজ্ঞান পার্টির আতঙ্ক!

আপলোড টাইম : ১০:৪৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা থেকে বাসে উঠলেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কেউ না কেউ। প্রতিনিয়ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একের পর এক ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অজ্ঞান পার্টি সিন্ডিকেটের সদস্যরা। বাসে ওঠা মানেই অজ্ঞান পার্টির আতঙ্ক এখন সাধারণ মানুষের মধ্যে।

        গত এক সপ্তাহের মধ্যে জীবননগর উপজেলার হাসাদহ থেকে দুইজনকে অজ্ঞান অবস্থায় স্থানীয় জনগণ উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা থেকে অজ্ঞাত এক ব্যক্তি বাসে উঠলে বাসের ভেতরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে হাসাদাহ বাজারে ওই বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে নামিয়ে রাখলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

        স্থানীয় বেশ কিছু ব্যক্তি অভিযোগ করে বলেন, চুয়াডাঙ্গা থেকে বাসে উঠলে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে। বাসে তো এখন স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করতে হচ্ছে, তাহলে তো গাড়ির সুপারভাইজার এগুলো লক্ষ্য করতে পারে। তা ছাড়া এ ধরণের ঘটনা ঘটলে বাসে যাতায়াত তো দায় হয়ে যাবে। এ বিষয়ে যদি প্রশাসন এখনই ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই সিন্ডিকেটের সদস্যরা আরও ভয়াবহ হয়ে উঠবে।

        জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার বলেন, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বেশ কিছু ব্যক্তি একজন অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাঁকে চিকিৎসা প্রদান করা হয়। তবে তিনি শঙ্কামুক্ত, এখন পর্যন্ত তাঁর কোনো নাম-ঠিকানা জানা যায়নি।

        জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, হাসাদহ বাজার থেকে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নিয়েছে, এমন তথ্য আমি পেয়েছি। এই ঘটনাগুলো চুয়াডাঙ্গা থেকে বাসে আসার সময় হচ্ছে। অজ্ঞান পার্টির সঙ্গে কারা জড়িত তাদের অনুসন্ধানে নেমেছে পুলিশ। আশা করছি, খুব শিগগিরি এই চক্রের সদস্যরা পুলিশের হাতে ধরা পড়বে।