ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বাংলার মাটিতে উৎপাদিত ফসলেই সম্পূর্ণরুপে স্বাবলম্বী হবে দেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ প্রধান অতিথি থেকে কৃষি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, ‘আগামী ৪১ সালের মধ্যে একটি স্মার্ট দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে ছোট-বড় উদ্যোক্তা গড়ে উঠছে। সারা বছর ধান চাষের পাশাপাশি ফলজ বাগান করেও এলাকার কৃষকেরা বিশেষ ভূমিকা রাখছেন। এ জেলায় নানা প্রজাতির ফসল উৎপাদন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এ দেশকে বিশ্বের কাছে সোনার বাংলা হিসেবে পরিচিত করা। আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি কোনো দেশের দিকে চেয়ে না থেকে বাংলাদেশ নিজের মাটিতে উৎপাদিত ফসলেই একদিন সম্পূর্ণরুপে স্বাবলম্বী হয়ে উঠবে।’ অনুষ্ঠানে পূর্বে অতিথিরা মঞ্চে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এরপর অতিথিরা কৃষি উদ্যোক্তাদের হাতে নগদ অর্থ ও মানপত্র তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতি ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, ‘ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন ধরনের প্রায় শতাধিক প্রজেক্ট সফলতার সাথে বাস্তবায়ন করেছে। জাতীয় পর্যায়ে খাদ্য অধিকার নিয়ে কাজ করছে। এছাড়াও ক্ষুদ্র ঋণের মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তা তৈরির চেষ্টাও করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকের এই গড়ে উঠা উদ্যোক্তা। যাদের আমরা পুরস্কৃত করছি।’ দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের সাকিল হোসেন মিশ্র ফল ও মসলা চাষের জন্য ১ম পুরস্কার, আলমডাঙ্গার খাদিজা খাতুনকে গরু ও ছাগল পালনের জন্য দ্বিতীয় পুরস্কার, ভেড়া পালনের জন্য শামসুনাহার খাতুনকে তৃতীয় ও সংগ্রামী নারী হিসাবে আছলিমা খাতুনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও ওয়েভ ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী বিভিন্ন উদ্যোক্তাদেরও পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে মিশ্র ফল চাষি জীবননগরের লক্ষ্মীপুর গ্রামের রুহুল আমিন লিটনকে ১ম পুরস্কার, জীবননগরের মানিকপুর গ্রামের স্বজল আহম্মেদকে দ্বিতীয়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আশরাফুল হককে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও নারী উদ্যোক্তা উজ্জলপুর গ্রামের শাহানাজ খাতুন, যুব উদ্যোক্তা হাফিজুর রহমান সোহাগ এবং জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা হিসেবে সরজগঞ্জের ওয়ালিউল্লাকে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এএফ এম ফারুক হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, নুরে আলম মেহেদী, এমআরএ মো. মিজানুর রহমান, সৈয়দ আশিক ইমতিয়াজ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, ওয়েভ ফাউন্ডেশনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাফিস আলী। স্বাগত বক্তব্য দেন অর্থ পরিচালক আমিরুল ইসলাম এবং কো-অর্ডিনেটর কফিল উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মো. অমল, উথলী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালম আজাদ, কার্পাসডাঙ্গা ইউপির চেয়ারম্যান আব্দুল করিম, উথলী ইউপির চেয়ারম্যান আব্দুল হান্নান, দামুড়হুদা ইউপির চেয়ারম্যান হজরত আলী, উপজেলা লোকমোর্চার সভাপতি মানিক আকবার, ইফত্তেখার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক কিতাব আলী, নাজমা সুলতানা লিলি ও কামরুজ্জামান যুদ্ধ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বাংলার মাটিতে উৎপাদিত ফসলেই সম্পূর্ণরুপে স্বাবলম্বী হবে দেশ

আপলোড টাইম : ১২:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

দর্শনা অফিস:
দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ প্রধান অতিথি থেকে কৃষি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, ‘আগামী ৪১ সালের মধ্যে একটি স্মার্ট দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে ছোট-বড় উদ্যোক্তা গড়ে উঠছে। সারা বছর ধান চাষের পাশাপাশি ফলজ বাগান করেও এলাকার কৃষকেরা বিশেষ ভূমিকা রাখছেন। এ জেলায় নানা প্রজাতির ফসল উৎপাদন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এ দেশকে বিশ্বের কাছে সোনার বাংলা হিসেবে পরিচিত করা। আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি কোনো দেশের দিকে চেয়ে না থেকে বাংলাদেশ নিজের মাটিতে উৎপাদিত ফসলেই একদিন সম্পূর্ণরুপে স্বাবলম্বী হয়ে উঠবে।’ অনুষ্ঠানে পূর্বে অতিথিরা মঞ্চে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এরপর অতিথিরা কৃষি উদ্যোক্তাদের হাতে নগদ অর্থ ও মানপত্র তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতি ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, ‘ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন ধরনের প্রায় শতাধিক প্রজেক্ট সফলতার সাথে বাস্তবায়ন করেছে। জাতীয় পর্যায়ে খাদ্য অধিকার নিয়ে কাজ করছে। এছাড়াও ক্ষুদ্র ঋণের মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তা তৈরির চেষ্টাও করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকের এই গড়ে উঠা উদ্যোক্তা। যাদের আমরা পুরস্কৃত করছি।’ দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের সাকিল হোসেন মিশ্র ফল ও মসলা চাষের জন্য ১ম পুরস্কার, আলমডাঙ্গার খাদিজা খাতুনকে গরু ও ছাগল পালনের জন্য দ্বিতীয় পুরস্কার, ভেড়া পালনের জন্য শামসুনাহার খাতুনকে তৃতীয় ও সংগ্রামী নারী হিসাবে আছলিমা খাতুনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও ওয়েভ ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী বিভিন্ন উদ্যোক্তাদেরও পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে মিশ্র ফল চাষি জীবননগরের লক্ষ্মীপুর গ্রামের রুহুল আমিন লিটনকে ১ম পুরস্কার, জীবননগরের মানিকপুর গ্রামের স্বজল আহম্মেদকে দ্বিতীয়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আশরাফুল হককে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও নারী উদ্যোক্তা উজ্জলপুর গ্রামের শাহানাজ খাতুন, যুব উদ্যোক্তা হাফিজুর রহমান সোহাগ এবং জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা হিসেবে সরজগঞ্জের ওয়ালিউল্লাকে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এএফ এম ফারুক হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, নুরে আলম মেহেদী, এমআরএ মো. মিজানুর রহমান, সৈয়দ আশিক ইমতিয়াজ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, ওয়েভ ফাউন্ডেশনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাফিস আলী। স্বাগত বক্তব্য দেন অর্থ পরিচালক আমিরুল ইসলাম এবং কো-অর্ডিনেটর কফিল উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মো. অমল, উথলী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালম আজাদ, কার্পাসডাঙ্গা ইউপির চেয়ারম্যান আব্দুল করিম, উথলী ইউপির চেয়ারম্যান আব্দুল হান্নান, দামুড়হুদা ইউপির চেয়ারম্যান হজরত আলী, উপজেলা লোকমোর্চার সভাপতি মানিক আকবার, ইফত্তেখার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক কিতাব আলী, নাজমা সুলতানা লিলি ও কামরুজ্জামান যুদ্ধ।