ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জাসদ দামুড়হুদা উপজেলা শাখার কর্মী সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাসদ দামুড়হুদা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দামুড়হুদা মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সালাউদ্দিন। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।

প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, দুর্নীতি, লুণ্ঠন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের নিম্ন আয়ের মানুষ আজ দিশাহারা। অনেকেই অর্ধাহারে অনাহারে দিন পার করছেন। গরীব মানুষের ১০ টাকা কেজি চালের দাম বাড়িয়ে ১৫ টাকা কেজি করা হয়েছে। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য অতিসত্বর রেশনিং ব্যবস্থা চালু করার জন্য দাবি জানাচ্ছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষিতে ব্যাপক প্রভাব পড়েছে। উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক বেশি।

উৎপাদিত ফসল বিক্রি করে কৃষক আসল টাকা পাবে না বলে আশঙ্কা করছেন। কৃষক সমাজকে বাঁচাতে অতি দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করা হোক। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের অংশগ্রহনে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা বাঙালি জাতির। অতীতের নির্বাচনের ধারাবাহিকতা আর যেন না হয়, এ লক্ষে গণতন্ত্রের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক শামসুল আলম। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মো. ইছরারুল হক গ্রীন, আতিয়ার রহমান তেলা, শরিফ উদ্দিন প্রমুখ। কর্মী সম্মেলনে মো. সালাউদ্দিনকে সভাপতি ও মো. আলমগীর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাসদ দামুড়হুদা শাখার ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বাংলাদেশ জাসদ দামুড়হুদা উপজেলা শাখার কর্মী সম্মেলন

আপলোড টাইম : ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাসদ দামুড়হুদা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দামুড়হুদা মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সালাউদ্দিন। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।

প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, দুর্নীতি, লুণ্ঠন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের নিম্ন আয়ের মানুষ আজ দিশাহারা। অনেকেই অর্ধাহারে অনাহারে দিন পার করছেন। গরীব মানুষের ১০ টাকা কেজি চালের দাম বাড়িয়ে ১৫ টাকা কেজি করা হয়েছে। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য অতিসত্বর রেশনিং ব্যবস্থা চালু করার জন্য দাবি জানাচ্ছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষিতে ব্যাপক প্রভাব পড়েছে। উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক বেশি।

উৎপাদিত ফসল বিক্রি করে কৃষক আসল টাকা পাবে না বলে আশঙ্কা করছেন। কৃষক সমাজকে বাঁচাতে অতি দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করা হোক। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোটারদের অংশগ্রহনে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা বাঙালি জাতির। অতীতের নির্বাচনের ধারাবাহিকতা আর যেন না হয়, এ লক্ষে গণতন্ত্রের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক শামসুল আলম। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মো. ইছরারুল হক গ্রীন, আতিয়ার রহমান তেলা, শরিফ উদ্দিন প্রমুখ। কর্মী সম্মেলনে মো. সালাউদ্দিনকে সভাপতি ও মো. আলমগীর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাসদ দামুড়হুদা শাখার ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।