ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

আনোয়ারুল ইসলাম বাবু সভাপতি ও শামসুল আলম সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার শহিদ আলাউল হলে জাসদের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা সিনেমা হল রোড়ে অবস্থিত পুরাতন সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত করা হয়। প্রথম পর্বে শহিদ আলাউল হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি আনোয়রুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের ব্যর্থতার দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই বাংলাদেশ সরকারের সঠিকভাবে দেশ পরিচালনার আহ্বান থাকলো।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদের সভাপতি আ.ন.ম হামিদুল হক মুক্তি, আলমডাঙ্গা উপজেলা জাসদের ইসরারুল হক গ্রীন, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।

দ্বিতীয় পর্বে চুয়াডাঙ্গা জেলা জাসদের ৫সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শামসুল আলম, সদস্য ৩ জন আতিয়ার রহমান, আলমগীর রহমান ও আব্দুর রশিদ। নতুন কমিটির সদস্যরা আগামী ২ বছল তাদের দ্বায়িত্ব পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে জাসদের দলীয় নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে

আপলোড টাইম : ০২:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

আনোয়ারুল ইসলাম বাবু সভাপতি ও শামসুল আলম সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার শহিদ আলাউল হলে জাসদের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা সিনেমা হল রোড়ে অবস্থিত পুরাতন সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত করা হয়। প্রথম পর্বে শহিদ আলাউল হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি আনোয়রুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের ব্যর্থতার দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই বাংলাদেশ সরকারের সঠিকভাবে দেশ পরিচালনার আহ্বান থাকলো।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদের সভাপতি আ.ন.ম হামিদুল হক মুক্তি, আলমডাঙ্গা উপজেলা জাসদের ইসরারুল হক গ্রীন, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।

দ্বিতীয় পর্বে চুয়াডাঙ্গা জেলা জাসদের ৫সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শামসুল আলম, সদস্য ৩ জন আতিয়ার রহমান, আলমগীর রহমান ও আব্দুর রশিদ। নতুন কমিটির সদস্যরা আগামী ২ বছল তাদের দ্বায়িত্ব পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে জাসদের দলীয় নেতা-কর্মীরা।