ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বড় ভাইকে হাতুড়িপেটা করল ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আহত বড় ভাই শ্রী কার্তিক রায়কে (৬০) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জখম কার্তিক রায়কে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। জখম কার্তিক রায় সরোজগঞ্জ যুগিরহুদা গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।

        স্থানীয় সূত্রে জানা যায়, যুগিরহুদা বাজারে শ্রী কার্তিক রায় ও তাঁর আপন ছোট ভাই শ্রী ফেলু রায়ের জুয়েলারির দোকান আছে। তবে শ্রী ফেলু রায় ও তাঁর স্ত্রী নিজের জুয়েলারি দোকান থাকা সত্যেও দীর্ঘদিন ধরে নিজ এলাকাতেই নারী সংক্রান্ত অনৈতিক কার্যের সঙ্গে জড়িত। এ নিয়ে গতকাল সকালে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ছোট ভাই ফেলু রায় রাগান্বিত হয়ে পাশের একটি দোকান থেকে হাতুড়ি নিয়ে বড় ভাই কার্তিক রায়ের মাথায় আঘাত করে। হাতুড়ির আঘাতে রক্তাক্ত জখম হয়ে কার্তিক রায় মাটিতে পড়ে গেলে স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

        জখম কার্তিক রায় বলেন, ‘আমার ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী কল্পনা নিজ এলাকায় অনৈতিক একটি কাজের সঙ্গে জড়িত রয়েছে। রাত হলেও বাড়ির সামনে মেয়ে-ছেলেদের চলাচল শুরু হয়। আমি অনেক বার নিষেধও করেছি কিন্তু কোন কথায় শোনে না। সকালে দোকানে দেখা হলে আমি তাকে এ ধরণের কার্যক্রম থেকে দূরে থাকার কথা বললে সে আমার ওপর রাগান্বিত হয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

        সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় কার্তিককে জরুরি বিভাগে নেয়। তাঁর মাথায় হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বড় ভাইকে হাতুড়িপেটা করল ছোট ভাই

আপলোড টাইম : ০৩:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আহত বড় ভাই শ্রী কার্তিক রায়কে (৬০) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জখম কার্তিক রায়কে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। জখম কার্তিক রায় সরোজগঞ্জ যুগিরহুদা গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।

        স্থানীয় সূত্রে জানা যায়, যুগিরহুদা বাজারে শ্রী কার্তিক রায় ও তাঁর আপন ছোট ভাই শ্রী ফেলু রায়ের জুয়েলারির দোকান আছে। তবে শ্রী ফেলু রায় ও তাঁর স্ত্রী নিজের জুয়েলারি দোকান থাকা সত্যেও দীর্ঘদিন ধরে নিজ এলাকাতেই নারী সংক্রান্ত অনৈতিক কার্যের সঙ্গে জড়িত। এ নিয়ে গতকাল সকালে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ছোট ভাই ফেলু রায় রাগান্বিত হয়ে পাশের একটি দোকান থেকে হাতুড়ি নিয়ে বড় ভাই কার্তিক রায়ের মাথায় আঘাত করে। হাতুড়ির আঘাতে রক্তাক্ত জখম হয়ে কার্তিক রায় মাটিতে পড়ে গেলে স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

        জখম কার্তিক রায় বলেন, ‘আমার ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী কল্পনা নিজ এলাকায় অনৈতিক একটি কাজের সঙ্গে জড়িত রয়েছে। রাত হলেও বাড়ির সামনে মেয়ে-ছেলেদের চলাচল শুরু হয়। আমি অনেক বার নিষেধও করেছি কিন্তু কোন কথায় শোনে না। সকালে দোকানে দেখা হলে আমি তাকে এ ধরণের কার্যক্রম থেকে দূরে থাকার কথা বললে সে আমার ওপর রাগান্বিত হয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

        সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় কার্তিককে জরুরি বিভাগে নেয়। তাঁর মাথায় হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’