ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৬৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক/ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ী গ্রাম থেকে লিয়ন খান (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরে লিয়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতে ফেসবুকে তার নিজের ছবিসহ ‘its end?’ লিখে একটি পোস্ট করার পর তিনি আত্মহত্যা করতে পারেন। নিহত লিয়ন গড়গড়ী গ্রামের খাঁপাড়ায় মালেয়শিয়া প্রবাসী আতিয়ার খানের ছেলে ও হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পরিবারসূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন নিকট আত্মীয়র শোক সংবাদের খবর পেয়ে মেহেরপুর যান। রাতে দাদীর কাছ থেকে খাবার খেয়ে নিজ ঘরে চলে যায় লিয়ন। সকালে ঘুম থেকে না ওঠায় লিয়নকে ডাকাডাকি করে পরিবারের সদস্যরা। কোনো সাড়াশব্দ না পেয়ে তার জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দিলে লিয়নের ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে লিয়নের লাশ নিচে নামায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লিয়নের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন নিজের ফেসবুকে ছবিসহ ‘‘its end?’’ লিখে একটি পোস্ট করেছিলেন লিয়ন। নিকটতম আত্মীয় ও বন্ধুদের ধারণা, প্রেমের সম্পর্কের কারণে লিয়ন আত্মহত্যা করে থাকতে পারে। এদিকে, গতকাল দুপুরের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরামের নেতৃত্বে ময়নাতদন্ত বোর্ড লিয়নের ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষে বিকেলে পুলিশের মাধ্যমে লিয়নের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাদ এশা নিহতের নিজগ্রাম গড়গড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লিয়নের দাফনকার্য সম্পন্ন করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ জানান, ঘটনার আগে নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন লিয়ন। স্থানীয়দের ধারণা প্রেম-ঘটিত কারণে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক/ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ী গ্রাম থেকে লিয়ন খান (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরে লিয়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতে ফেসবুকে তার নিজের ছবিসহ ‘its end?’ লিখে একটি পোস্ট করার পর তিনি আত্মহত্যা করতে পারেন। নিহত লিয়ন গড়গড়ী গ্রামের খাঁপাড়ায় মালেয়শিয়া প্রবাসী আতিয়ার খানের ছেলে ও হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পরিবারসূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন নিকট আত্মীয়র শোক সংবাদের খবর পেয়ে মেহেরপুর যান। রাতে দাদীর কাছ থেকে খাবার খেয়ে নিজ ঘরে চলে যায় লিয়ন। সকালে ঘুম থেকে না ওঠায় লিয়নকে ডাকাডাকি করে পরিবারের সদস্যরা। কোনো সাড়াশব্দ না পেয়ে তার জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দিলে লিয়নের ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে লিয়নের লাশ নিচে নামায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লিয়নের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন নিজের ফেসবুকে ছবিসহ ‘‘its end?’’ লিখে একটি পোস্ট করেছিলেন লিয়ন। নিকটতম আত্মীয় ও বন্ধুদের ধারণা, প্রেমের সম্পর্কের কারণে লিয়ন আত্মহত্যা করে থাকতে পারে। এদিকে, গতকাল দুপুরের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরামের নেতৃত্বে ময়নাতদন্ত বোর্ড লিয়নের ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষে বিকেলে পুলিশের মাধ্যমে লিয়নের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাদ এশা নিহতের নিজগ্রাম গড়গড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লিয়নের দাফনকার্য সম্পন্ন করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ জানান, ঘটনার আগে নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন লিয়ন। স্থানীয়দের ধারণা প্রেম-ঘটিত কারণে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।