ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পৃথক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় দুজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ ঘণ্টার ব্যবধানে কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা শহর ও সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়ার মৃত বোরহান হোসেনের ছেলে চা দোকানী জব্বার হোসেন (৪৫) এবং দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রামের ‘রেন্ট’ কার ব্যবসায়ী ইউনুস বিশ্বাসের ছেলে রিয়াদ হোসেন (১৪)

জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে বড় বাজার থেকে একাডেমি মোড়ে নিজ চায়ের দোকানে ফিরছিলেন জব্বার হোসেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। এসময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন জব্বার হোনেন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একজন প্রতক্ষদর্শী বলেন, ‘জব্বার মোটরসাইকেল নিয়ে বড় বাজারের দিক থেকে একাডেমি মোড়ের দিদে যাচ্ছেলেন। পথের মধ্যে হোটেল শাহিদ প্যালেসের সামনে পৌঁছালে একটি ইজিবাইক ওভারটেক করতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এসময় ঠিক তার পেছনেই ছিলো একটি সবজীভর্তি ট্রাক। রাস্তার ওপর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় সে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় জব্বার হোসেনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, ‘এ ঘটনার পরেই ট্রাকটি আটক করা হয়েছে। তবে আটকের পূর্বেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানূগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’

অপরদিকে, দামুড়হুদায় দ্রুত গোতীর প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারটির চালকের আসনে থাকা রিয়াদ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল আটটার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের নতুনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিয়াদের মৃত্যু হলেও প্রাণে বেঁচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার বন্ধু ও প্রাইভেটকারটির আরোহী শামীম (১৪)।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে অল্প কিছুক্ষণ চালানোর কথা বলে বাবার নিকট থেকে একটি প্রাইভেট কার নেয় কিশোর রিয়াদ হোসেন। প্রাইভেট কারে রিয়োদের সঙ্গে ছিলো তার বন্ধু শামীম। সকালে রাস্তায় তেমন কোনো যান চলাচল না থাকায় ফাঁকা রাস্তায় দ্রুত গোতীতে প্রাইভেট কারটি চালাচ্ছিলো রিয়াদ। পথের মধ্যে কার্পাসডাঙ্গা গ্রামের নতুনপাড়ার বাঁকে পৌঁছালে প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ভেটুল গাছে ধাক্কা মারে। উচ্চ গতী থাকায় সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেয় মৃত্যু হয়ে চালক রিয়োদের। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম শামীমকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ নিহত রিয়াদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। কবে এ ঘটনায়  কোনো অভিযোগ না থাকায় মংনাতদন্ত ছাড়ায় নিহতের লাম দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দ্রুত গতীতে চালানোর কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়িটির চালক কিশোর রিয়াদের মৃত্যু হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পৃথক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় দুজনের মৃত্যু

আপলোড টাইম : ০৪:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ ঘণ্টার ব্যবধানে কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা শহর ও সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়ার মৃত বোরহান হোসেনের ছেলে চা দোকানী জব্বার হোসেন (৪৫) এবং দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রামের ‘রেন্ট’ কার ব্যবসায়ী ইউনুস বিশ্বাসের ছেলে রিয়াদ হোসেন (১৪)

জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে বড় বাজার থেকে একাডেমি মোড়ে নিজ চায়ের দোকানে ফিরছিলেন জব্বার হোসেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। এসময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন জব্বার হোনেন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একজন প্রতক্ষদর্শী বলেন, ‘জব্বার মোটরসাইকেল নিয়ে বড় বাজারের দিক থেকে একাডেমি মোড়ের দিদে যাচ্ছেলেন। পথের মধ্যে হোটেল শাহিদ প্যালেসের সামনে পৌঁছালে একটি ইজিবাইক ওভারটেক করতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এসময় ঠিক তার পেছনেই ছিলো একটি সবজীভর্তি ট্রাক। রাস্তার ওপর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় সে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় জব্বার হোসেনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, ‘এ ঘটনার পরেই ট্রাকটি আটক করা হয়েছে। তবে আটকের পূর্বেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানূগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’

অপরদিকে, দামুড়হুদায় দ্রুত গোতীর প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারটির চালকের আসনে থাকা রিয়াদ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল আটটার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের নতুনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিয়াদের মৃত্যু হলেও প্রাণে বেঁচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার বন্ধু ও প্রাইভেটকারটির আরোহী শামীম (১৪)।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে অল্প কিছুক্ষণ চালানোর কথা বলে বাবার নিকট থেকে একটি প্রাইভেট কার নেয় কিশোর রিয়াদ হোসেন। প্রাইভেট কারে রিয়োদের সঙ্গে ছিলো তার বন্ধু শামীম। সকালে রাস্তায় তেমন কোনো যান চলাচল না থাকায় ফাঁকা রাস্তায় দ্রুত গোতীতে প্রাইভেট কারটি চালাচ্ছিলো রিয়াদ। পথের মধ্যে কার্পাসডাঙ্গা গ্রামের নতুনপাড়ার বাঁকে পৌঁছালে প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ভেটুল গাছে ধাক্কা মারে। উচ্চ গতী থাকায় সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেয় মৃত্যু হয়ে চালক রিয়োদের। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম শামীমকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ নিহত রিয়াদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। কবে এ ঘটনায়  কোনো অভিযোগ না থাকায় মংনাতদন্ত ছাড়ায় নিহতের লাম দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দ্রুত গতীতে চালানোর কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গাড়িটির চালক কিশোর রিয়াদের মৃত্যু হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।’