ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

পূজামণ্ডপে বিশৃঙ্খলায় বাঁধা, গ্রাম পুলিশকে পিটিয়ে আহত

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ০৯:২১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বাটিকাডাঙ্গা দুর্গাপূজা মণ্ডপে মহিলাদের মধ্যে বিশৃঙ্খলা করতে নিষেধ করায় শ্রী সঞ্জীবন বিশ্বাস নামের এক গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে গহেরপুর গ্রামে ছয়জন যুবক একা পেয়ে সঞ্জীবনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তিনি গড়াইটুপি ইউনিয়ন পরিষদে কর্মরত এবং বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা আদিত্য বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার অষ্টমীতে গহেরপুর গ্রামের কয়েকজন যুবক বাটিকাডাঙ্গা পূজামণ্ডপে প্রতিমা দর্শনে আসে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দয়িত্বে ছিলেন শ্রী সঞ্জীবন বিশ্বাস। প্রতিমা দর্শনে আসা মহিলাদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করায় শ্রী সঞ্জীবন বিশ্বাস ওই যুবকদের মণ্ডপ থেকে বের করে দেন। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
শ্রী সঞ্জীবন বিশ্বাস বলেন, ‘মণ্ডপ থেকে বের করে দেয়ার কারণে তারা আমাকে ওই রাতেই মরধরের চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেয়। আজ (গতকাল) আমি একা গড়াইটুপি বাজারে যাচ্ছিলাম। পথে গহেরপুর গ্রামে পৌঁছালে অরবিন্দু কুমারসহ ছয়জন যুবক আমাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা পরে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌ জানান, সঞ্জীবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পূজামণ্ডপে বিশৃঙ্খলায় বাঁধা, গ্রাম পুলিশকে পিটিয়ে আহত

আপলোড টাইম : ০৯:২১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার বাটিকাডাঙ্গা দুর্গাপূজা মণ্ডপে মহিলাদের মধ্যে বিশৃঙ্খলা করতে নিষেধ করায় শ্রী সঞ্জীবন বিশ্বাস নামের এক গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে গহেরপুর গ্রামে ছয়জন যুবক একা পেয়ে সঞ্জীবনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তিনি গড়াইটুপি ইউনিয়ন পরিষদে কর্মরত এবং বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা আদিত্য বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার অষ্টমীতে গহেরপুর গ্রামের কয়েকজন যুবক বাটিকাডাঙ্গা পূজামণ্ডপে প্রতিমা দর্শনে আসে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দয়িত্বে ছিলেন শ্রী সঞ্জীবন বিশ্বাস। প্রতিমা দর্শনে আসা মহিলাদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করায় শ্রী সঞ্জীবন বিশ্বাস ওই যুবকদের মণ্ডপ থেকে বের করে দেন। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
শ্রী সঞ্জীবন বিশ্বাস বলেন, ‘মণ্ডপ থেকে বের করে দেয়ার কারণে তারা আমাকে ওই রাতেই মরধরের চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেয়। আজ (গতকাল) আমি একা গড়াইটুপি বাজারে যাচ্ছিলাম। পথে গহেরপুর গ্রামে পৌঁছালে অরবিন্দু কুমারসহ ছয়জন যুবক আমাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা পরে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌ জানান, সঞ্জীবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।