ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

পানিতে ডুবে দামুড়হুদার নাটুদাহে শিশুর করুণ মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার নাটুদাহে পানিতে ডুবে জুনাইদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টার দিকে নাটুদাহ ইউনিয়নের চঁন্দ্রবাস গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু জুনাইদ চন্দ্রবাস মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশু জুনাইদ বাড়ির পাশে খেলা করছিল। এসময় তার মা বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলার সময় শিশুটি কখন পাশের পুকুরের পানিতে পড়ে যায় তা কেউ দেখতে পাইনি। এদিকে শিশুটির কোন খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে পাড়ার মধ্যে খুঁজতে শুরু করে। এরই মধ্যে স্থানীয় এক ব্যক্তি পুকুরে গোসল করতে গেলে তার পায়ের সঙ্গে শিশু জুনাইদের মরদেহের ধাক্কা লাগে। ওই ব্যক্তি দ্রুত শিশুটিকে উদ্ধার পানির ওপরে তুলে আনে। ততক্ষণে শিশু জুনাইদের মৃত্যু হয়েছে।

নাটুদাহ ইউপি সদস্য কেরামত আলী বলেন, ‘শিশুটির বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। পুকুরের পাশেই খেলছিল শিশুটি। কখন কিভাবে সে পুকুরের পানিতে পড়ে গেছে তা কেউ জানে না। পরে স্থানীয় এক ব্যক্তি গোসল করার সময় শিশু জুনাইদ হাসানের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদেরকে জানায়। আজ (গতকাল) আছর নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চঁন্দ্রবাসে পুকুরের পানিতে ডুবে চার বছরের একটি শিশু মৃত্য হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পানিতে ডুবে দামুড়হুদার নাটুদাহে শিশুর করুণ মৃত্যু

আপলোড টাইম : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার নাটুদাহে পানিতে ডুবে জুনাইদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টার দিকে নাটুদাহ ইউনিয়নের চঁন্দ্রবাস গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু জুনাইদ চন্দ্রবাস মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশু জুনাইদ বাড়ির পাশে খেলা করছিল। এসময় তার মা বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলার সময় শিশুটি কখন পাশের পুকুরের পানিতে পড়ে যায় তা কেউ দেখতে পাইনি। এদিকে শিশুটির কোন খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে পাড়ার মধ্যে খুঁজতে শুরু করে। এরই মধ্যে স্থানীয় এক ব্যক্তি পুকুরে গোসল করতে গেলে তার পায়ের সঙ্গে শিশু জুনাইদের মরদেহের ধাক্কা লাগে। ওই ব্যক্তি দ্রুত শিশুটিকে উদ্ধার পানির ওপরে তুলে আনে। ততক্ষণে শিশু জুনাইদের মৃত্যু হয়েছে।

নাটুদাহ ইউপি সদস্য কেরামত আলী বলেন, ‘শিশুটির বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। পুকুরের পাশেই খেলছিল শিশুটি। কখন কিভাবে সে পুকুরের পানিতে পড়ে গেছে তা কেউ জানে না। পরে স্থানীয় এক ব্যক্তি গোসল করার সময় শিশু জুনাইদ হাসানের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদেরকে জানায়। আজ (গতকাল) আছর নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চঁন্দ্রবাসে পুকুরের পানিতে ডুবে চার বছরের একটি শিশু মৃত্য হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’