ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

নির্যাতনের ভয় দেখিয়ে শিবিরকে থামানো যাবে না

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় কর্মী শিক্ষাশিবিরে জেলা সভাপতি মহসিন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় আলমডাঙ্গা লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গার গাংনী-আসমানখালী (জি.এ) সাংগঠনিক থানা শাখার সভাপতি শাওন হোসেন রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। তাই ছাত্রশিবিরকে জুলুম নির্যাতনের ভয় ও আয়না ঘরের ভয় দেখিয়ে, কারাগারের ভয় দেখিয়ে থামানো যাবে না। এ জন্য ছাত্রশিবিরের সকল পর্যায়ের জনশক্তিদের আল্লাহর ভয় বুকে ধারণ করে কুরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়তে হবে। তারপর সকল ছাত্রসমাজের কাছে ইসলামের এই সুমহান বাণী পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ইবি সভাপতি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। দারসুল কুরআন পেশ করেন জামায়াতের উপজেলা আমির দারুস সালাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শফিউল আলম বকুল, সাবেক জেলা সভাপতি কাইয়ুম উদ্দীন হিরোক ও ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি সাগর আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য দেন আলমডাঙ্গা জি.এ থানা জামায়াতের আমির আব্বাস উদ্দীন ও আলমডাঙ্গা পৌর আমির মেহের আলী। সমাপনী বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান।
এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা আয়োজিত কর্মী শিক্ষাশিবির আবু রাইয়ানের সভাপতিত্বে এদিন সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত হয়। এখানেও প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ইবি সভাপতি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির বিলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাগর আহমেদ ও ইসলামী ছাত্রশিবিরের সদর উপজেলা সভাপতি নাসিম উদ্দীন বিশ^াস।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নির্যাতনের ভয় দেখিয়ে শিবিরকে থামানো যাবে না

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় কর্মী শিক্ষাশিবিরে জেলা সভাপতি মহসিন

আপলোড টাইম : ০৯:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় আলমডাঙ্গা লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গার গাংনী-আসমানখালী (জি.এ) সাংগঠনিক থানা শাখার সভাপতি শাওন হোসেন রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। তাই ছাত্রশিবিরকে জুলুম নির্যাতনের ভয় ও আয়না ঘরের ভয় দেখিয়ে, কারাগারের ভয় দেখিয়ে থামানো যাবে না। এ জন্য ছাত্রশিবিরের সকল পর্যায়ের জনশক্তিদের আল্লাহর ভয় বুকে ধারণ করে কুরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়তে হবে। তারপর সকল ছাত্রসমাজের কাছে ইসলামের এই সুমহান বাণী পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ইবি সভাপতি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। দারসুল কুরআন পেশ করেন জামায়াতের উপজেলা আমির দারুস সালাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শফিউল আলম বকুল, সাবেক জেলা সভাপতি কাইয়ুম উদ্দীন হিরোক ও ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি সাগর আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য দেন আলমডাঙ্গা জি.এ থানা জামায়াতের আমির আব্বাস উদ্দীন ও আলমডাঙ্গা পৌর আমির মেহের আলী। সমাপনী বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান।
এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা আয়োজিত কর্মী শিক্ষাশিবির আবু রাইয়ানের সভাপতিত্বে এদিন সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত হয়। এখানেও প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ইবি সভাপতি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির বিলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাগর আহমেদ ও ইসলামী ছাত্রশিবিরের সদর উপজেলা সভাপতি নাসিম উদ্দীন বিশ^াস।