ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, হেল্পার আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় টুকু (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নওদা বণ্ডবিল গ্রামের আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টুকু উপজেলার কুমারি ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারান শেখের ছেলে ও দুই সন্তানের জনক। এদিকে, ঘটনার পরেই ট্রাকটির চালকের আসনে থাকা হেল্পার সাইফুল ইসলাম (৪৫) পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। হেল্পার সাইফুল আলমডাঙ্গার বেলগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে কয়েকজন নির্মাণ শ্রমিক বণ্ডবিল কবরস্থানের প্রাচীর মেরামতের কাজ করছিলেন। এরই মধ্যে বেলা ১১টার দিকে আলমডাঙ্গামুখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন প্রাচীরে ধাক্কা দেয়। এসময় সেখানে থাকা টুকু ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা দ্রুত টুকুকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে টুকুকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বলেন, ট্রাকটি চালিয়ে নিয়ে আসছিলেন হেলপার। দক্ষ না হওয়ায় তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিক থেকে এসে নির্মাণ শ্রমিক টুকুসহ প্রাচীরে ধাক্কা দেয়। এতে টুকু গুরুতর জখম হয়। তখনই স্থানীয়রা টুকুকে উদ্ধার করে হারদী হাপসাতালে নেয়। এদিকে, ঘটনার পরেই ট্রাকের চালকের আসনে থাকা হেল্পার সাইফুল পালানোর চেষ্টা করলেও গ্রামবাসী তাকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাকে সোপর্দ করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটির চালক সাইফুলকে আটক করা হয় এবং ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, হেল্পার আটক

আপলোড টাইম : ০৪:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় টুকু (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নওদা বণ্ডবিল গ্রামের আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টুকু উপজেলার কুমারি ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারান শেখের ছেলে ও দুই সন্তানের জনক। এদিকে, ঘটনার পরেই ট্রাকটির চালকের আসনে থাকা হেল্পার সাইফুল ইসলাম (৪৫) পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। হেল্পার সাইফুল আলমডাঙ্গার বেলগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে কয়েকজন নির্মাণ শ্রমিক বণ্ডবিল কবরস্থানের প্রাচীর মেরামতের কাজ করছিলেন। এরই মধ্যে বেলা ১১টার দিকে আলমডাঙ্গামুখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন প্রাচীরে ধাক্কা দেয়। এসময় সেখানে থাকা টুকু ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা দ্রুত টুকুকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে টুকুকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বলেন, ট্রাকটি চালিয়ে নিয়ে আসছিলেন হেলপার। দক্ষ না হওয়ায় তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিক থেকে এসে নির্মাণ শ্রমিক টুকুসহ প্রাচীরে ধাক্কা দেয়। এতে টুকু গুরুতর জখম হয়। তখনই স্থানীয়রা টুকুকে উদ্ধার করে হারদী হাপসাতালে নেয়। এদিকে, ঘটনার পরেই ট্রাকের চালকের আসনে থাকা হেল্পার সাইফুল পালানোর চেষ্টা করলেও গ্রামবাসী তাকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাকে সোপর্দ করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটির চালক সাইফুলকে আটক করা হয় এবং ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি।