ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নির্বাচনের তফসিল ঘোষণায় চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে আনন্দ মিছিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ (তফসিল) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন ভবন থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। এরপর থেকে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আনন্দ মিছিল এবং তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গায় জেলা আ.লীগের নেতৃত্বে আনন্দ মিছিল:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কলেজ রোড থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। এই লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া-মহল্লায় সজাগ থাকবে আওয়ামী লীগ। একই সঙ্গে অতন্দ্র প্রহরীর মতো প্রতিটি সরকারি অফিস আদালত পাহারা দিবেন তারা।

আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল হালিম, সদর পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহীন বিশ্বাস প্রমুখ।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল:
তফসিল ঘোষণার পরেই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জিপু চৌধুরীর নির্দেশে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কেদারগঞ্জ দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল করেন। মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয় চুয়াডাঙ্গার প্রধান সড়কগুলো। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, মামুন উল হাসান, আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক সেক সামি তাপু, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য ও পৌর সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্ব আনন্দ মিছিল বের করা হয়। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাত আটটার দিকে জেলা যুবলীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুরে পূর্বের স্থানে ফিরে শেষ হয়। এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায় নঈম হাসান জোয়ার্দ্দার।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবুবক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা পীরু মিয়া, হাসানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মন্ডল, দিপু বিশ্বাস, তানভীর রেজা টুটুল, চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠু, সহসভাপতি জুয়েল, রনি, ৭ নম্বর যুবলীগের সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন।
আরও উপস্থিত ছিলেন মহসিন হক রনি, লোকমান, জাকির, আশা, নুর, রুবেল, সুশান্ত, সুমন, তানজিল, মোনাজাত, মুন্না, টিপু, লিপ্টন, বাচ্চু, জনি, সিকদার সাব্বির, বিপ্লব, পিয়াস, সোহাগ, আনিস, আরাফাত, রসূল, রতন, ইয়াসিন, রবিন, মিন্টু, নয়ন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, ইমরান ফেরদৌস, আতাউর রহমান বিপুল, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, শাকিল, সাব্বির, জিম, জুয়েল, সবুজ, শরিফুল, জিপু, নোমান, সাহেদ, সাকিব, তানজির, মিশা, কাফিসহ বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।

আলমডাঙ্গা:
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আলমডাঙ্গায় আনন্দ শিছিল উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগ। তফসিল ঘোষণার পর নেতা-কর্মীরা আলমডাঙ্গা আলতায়েবা মোড় থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রা কের করে। এতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মেল্লা, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আব্দুল মালেক, মহসিন কামাল, হান্নান মাস্টার, জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক অপু মোল্লা, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা সৈকত খান, ছাত্রলীগ নেতা আশরাফুল হক, বাদশা প্রমুখ। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক নাজমুল হক পানু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, শাহাবুল হক, বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথসহ নেতৃবৃন্দ। আনন্দ মিছিলেন নেতাকর্মীরা ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’, ‘উন্নয়নের ধারা, বজায় রাখা দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ দলীয় প্রতীক নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

দামুড়হুদা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা মোড় হইতে বাসস্ট্যান্ড হয়ে ব্রিজ মোড় প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, সদর ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলি জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা লাভলু, শমশের আলি, সাবেক মেম্বার হাসেম আলী, বজলু, সাবেক মেম্বার মুনছুর আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী দলীগের সভাপতি সোবহান মন্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলি, মোজ্জাাফর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টো, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবি, জাহাঙ্গীর, রকিবুল শাহীন, হেকমত, ইকরামুল, ইলিয়াছ, আব্দুল খালেক, মুছা, জুয়েলসহ আওয়ামী লীগ নেতা যুবলীগ নেতা ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দর্শনা:
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দর্শনায় মিছিল করেছে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল রাত ৮টায় দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে স্বাগত মিছিলটি বের করা হয়। মিছিলটি দর্শনা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফিরে আসে।
এসময় এমপি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের কার্যক্রম চলছে জোরে সোরে। এ উন্নয়নকে ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। তাই আসুন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠনে সহায়তা করি।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সহসভাপতি শফিকুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা সোলায়মান কবির, জয়নাল আবেদীন নফর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগ নেতা মামুন শাহা, সাইফুল ইসলাম হুকুম, আশফাকুর রহমান মুন, আশরাফুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

জীবননগর:
গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণা করায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের নেতৃত্বে আনন্দ মিছিলটি জীবননগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, আওয়ামী লীগ নেতা আবজালুর রহমান ধীরু, জাকির বিশ^াস। আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এদিকে জীবননগর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন।

ঝিনাইদহ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি দলটির সহযোগী সংগঠনও তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। এতে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তফশিল ঘোষণা করেন। এর পরই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেটিকে স্বাগত জানায়।

তফশিলকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক মিছিলের নেতৃত্ব দেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। মিছিলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্¦েচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। এদিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের সমর্থকেরা পুরানো ডিসি কোর্ট এলাকা ও শিল্পকলা একাডেমি এলাকা থেকে আনন্দ মিছিল বের করে। ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবেই ঘোষণা করা হয়েছে তফশিল। এদিকে তফশিল ঘোষণার পরপরই হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নির্বাচনের তফসিল ঘোষণায় চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে আনন্দ মিছিল

আপলোড টাইম : ০৮:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ (তফসিল) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন ভবন থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। এরপর থেকে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আনন্দ মিছিল এবং তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গায় জেলা আ.লীগের নেতৃত্বে আনন্দ মিছিল:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কলেজ রোড থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। এই লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া-মহল্লায় সজাগ থাকবে আওয়ামী লীগ। একই সঙ্গে অতন্দ্র প্রহরীর মতো প্রতিটি সরকারি অফিস আদালত পাহারা দিবেন তারা।

আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল হালিম, সদর পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহীন বিশ্বাস প্রমুখ।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল:
তফসিল ঘোষণার পরেই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জিপু চৌধুরীর নির্দেশে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কেদারগঞ্জ দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল করেন। মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয় চুয়াডাঙ্গার প্রধান সড়কগুলো। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, মামুন উল হাসান, আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক সেক সামি তাপু, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য ও পৌর সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্ব আনন্দ মিছিল বের করা হয়। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাত আটটার দিকে জেলা যুবলীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুরে পূর্বের স্থানে ফিরে শেষ হয়। এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায় নঈম হাসান জোয়ার্দ্দার।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবুবক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা পীরু মিয়া, হাসানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মন্ডল, দিপু বিশ্বাস, তানভীর রেজা টুটুল, চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠু, সহসভাপতি জুয়েল, রনি, ৭ নম্বর যুবলীগের সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন।
আরও উপস্থিত ছিলেন মহসিন হক রনি, লোকমান, জাকির, আশা, নুর, রুবেল, সুশান্ত, সুমন, তানজিল, মোনাজাত, মুন্না, টিপু, লিপ্টন, বাচ্চু, জনি, সিকদার সাব্বির, বিপ্লব, পিয়াস, সোহাগ, আনিস, আরাফাত, রসূল, রতন, ইয়াসিন, রবিন, মিন্টু, নয়ন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, ইমরান ফেরদৌস, আতাউর রহমান বিপুল, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, শাকিল, সাব্বির, জিম, জুয়েল, সবুজ, শরিফুল, জিপু, নোমান, সাহেদ, সাকিব, তানজির, মিশা, কাফিসহ বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।

আলমডাঙ্গা:
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আলমডাঙ্গায় আনন্দ শিছিল উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগ। তফসিল ঘোষণার পর নেতা-কর্মীরা আলমডাঙ্গা আলতায়েবা মোড় থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রা কের করে। এতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মেল্লা, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আব্দুল মালেক, মহসিন কামাল, হান্নান মাস্টার, জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক অপু মোল্লা, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা সৈকত খান, ছাত্রলীগ নেতা আশরাফুল হক, বাদশা প্রমুখ। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক নাজমুল হক পানু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, শাহাবুল হক, বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথসহ নেতৃবৃন্দ। আনন্দ মিছিলেন নেতাকর্মীরা ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’, ‘উন্নয়নের ধারা, বজায় রাখা দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ দলীয় প্রতীক নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

দামুড়হুদা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা মোড় হইতে বাসস্ট্যান্ড হয়ে ব্রিজ মোড় প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, সদর ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলি জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা লাভলু, শমশের আলি, সাবেক মেম্বার হাসেম আলী, বজলু, সাবেক মেম্বার মুনছুর আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী দলীগের সভাপতি সোবহান মন্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলি, মোজ্জাাফর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টো, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবি, জাহাঙ্গীর, রকিবুল শাহীন, হেকমত, ইকরামুল, ইলিয়াছ, আব্দুল খালেক, মুছা, জুয়েলসহ আওয়ামী লীগ নেতা যুবলীগ নেতা ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দর্শনা:
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দর্শনায় মিছিল করেছে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল রাত ৮টায় দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে স্বাগত মিছিলটি বের করা হয়। মিছিলটি দর্শনা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফিরে আসে।
এসময় এমপি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের কার্যক্রম চলছে জোরে সোরে। এ উন্নয়নকে ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। তাই আসুন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠনে সহায়তা করি।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সহসভাপতি শফিকুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা সোলায়মান কবির, জয়নাল আবেদীন নফর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগ নেতা মামুন শাহা, সাইফুল ইসলাম হুকুম, আশফাকুর রহমান মুন, আশরাফুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

জীবননগর:
গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণা করায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের নেতৃত্বে আনন্দ মিছিলটি জীবননগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, আওয়ামী লীগ নেতা আবজালুর রহমান ধীরু, জাকির বিশ^াস। আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এদিকে জীবননগর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন।

ঝিনাইদহ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি দলটির সহযোগী সংগঠনও তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। এতে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তফশিল ঘোষণা করেন। এর পরই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেটিকে স্বাগত জানায়।

তফশিলকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক মিছিলের নেতৃত্ব দেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। মিছিলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্¦েচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। এদিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের সমর্থকেরা পুরানো ডিসি কোর্ট এলাকা ও শিল্পকলা একাডেমি এলাকা থেকে আনন্দ মিছিল বের করে। ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবেই ঘোষণা করা হয়েছে তফশিল। এদিকে তফশিল ঘোষণার পরপরই হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।