ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

নিজের জ্ঞান, প্রজ্ঞা, সততা ও স্বচ্ছতা দিয়ে দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / ৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জেলার দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়ন ও জীবননগর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়নের সোহরাব হোসেন, কুড়ুলগাছী ইউনিয়নের কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের আব্দুল করিম বিশ্বাস ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মিল্টন মোল্লা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার কাছে সবচাইতে বড় যে বিষয়টি মনে হচ্ছে, আপনাদের নিজের বিবেচনাবোধ, বিচক্ষণতা ও নিজের সত্তা, এটাই সবচেয়ে বড়। নিজের শিক্ষা ও নৈতিকতা দিয়েই আপনারা আপনাদের চালিত করবেন। এটার উপরেই আপনাদের সুনাম ও দুর্নাম নির্ভর করে। নিজের জ্ঞান, প্রজ্ঞা, সততা ও স্বচ্ছতা দিয়ে দায়িত্ব পালন করবেন। এতে করে আপনাদের মাধ্যমে এলাকাবাসী উপকৃত হবে।’

জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানের মঙ্গল কামনা করে বলেন, সুন্দর, সৎ ও ভালোভাবে আপনাদের সময়টা পার করতে পারবেন, এ আশি রাখি। উল্লেখ্য, গেল ১১ নভেম্বর দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়ন ও জীবননগর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নিজের জ্ঞান, প্রজ্ঞা, সততা ও স্বচ্ছতা দিয়ে দায়িত্ব পালনের আহ্বান

আপলোড টাইম : ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জেলার দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়ন ও জীবননগর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়নের সোহরাব হোসেন, কুড়ুলগাছী ইউনিয়নের কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের আব্দুল করিম বিশ্বাস ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মিল্টন মোল্লা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার কাছে সবচাইতে বড় যে বিষয়টি মনে হচ্ছে, আপনাদের নিজের বিবেচনাবোধ, বিচক্ষণতা ও নিজের সত্তা, এটাই সবচেয়ে বড়। নিজের শিক্ষা ও নৈতিকতা দিয়েই আপনারা আপনাদের চালিত করবেন। এটার উপরেই আপনাদের সুনাম ও দুর্নাম নির্ভর করে। নিজের জ্ঞান, প্রজ্ঞা, সততা ও স্বচ্ছতা দিয়ে দায়িত্ব পালন করবেন। এতে করে আপনাদের মাধ্যমে এলাকাবাসী উপকৃত হবে।’

জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানের মঙ্গল কামনা করে বলেন, সুন্দর, সৎ ও ভালোভাবে আপনাদের সময়টা পার করতে পারবেন, এ আশি রাখি। উল্লেখ্য, গেল ১১ নভেম্বর দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়ন ও জীবননগর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।