ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিরুদ্ধে প্রথম স্ত্রীর থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের চরপাড়ায় স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন প্রথম স্ত্রী তহমিনা খাতুন (২৪)। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে স্বামী সালাউদ্দিন টুটুলকে (২৭) আসামি করে অভিযোগ করেন তিনি। তহনিমা খাতুন একই উপজেলার কেষ্টপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।
ভুক্তভোগী তহমিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘৬ বছর পূর্বে পারিবারিকভাবে ৩০ হাজার টাকা দেনমোহরে টুটুলের সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহ জীবনে আমাদের একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু কয়েকদিন পূর্বে লোক মারফত জানতে পারি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে সে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং চার লাখ টাকা দিতে বলে। আমার পিতা বিবাহের পরে টুটুলকে নগদ ৭০ হাজার টাকাসহ বিভিন্ন আসবাবপত্র দিয়েছে। আমি আমার সংসার ফেরত চাই, আমার ছেলের ভবিষ্যত চাই। কোনো উপায় না পেয়ে অবশেষে আজ (গতকাল) থানায় লিখিত অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পারিবারিক হওয়ায় উভয়পক্ষকে থানায় ডাকা হবে। আপস-মীমাংসার মাধ্যমে সমাধান না হলে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিরুদ্ধে প্রথম স্ত্রীর থানায় অভিযোগ

আপলোড টাইম : ০৯:৫৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের চরপাড়ায় স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন প্রথম স্ত্রী তহমিনা খাতুন (২৪)। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে স্বামী সালাউদ্দিন টুটুলকে (২৭) আসামি করে অভিযোগ করেন তিনি। তহনিমা খাতুন একই উপজেলার কেষ্টপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।
ভুক্তভোগী তহমিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘৬ বছর পূর্বে পারিবারিকভাবে ৩০ হাজার টাকা দেনমোহরে টুটুলের সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহ জীবনে আমাদের একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু কয়েকদিন পূর্বে লোক মারফত জানতে পারি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে সে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং চার লাখ টাকা দিতে বলে। আমার পিতা বিবাহের পরে টুটুলকে নগদ ৭০ হাজার টাকাসহ বিভিন্ন আসবাবপত্র দিয়েছে। আমি আমার সংসার ফেরত চাই, আমার ছেলের ভবিষ্যত চাই। কোনো উপায় না পেয়ে অবশেষে আজ (গতকাল) থানায় লিখিত অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পারিবারিক হওয়ায় উভয়পক্ষকে থানায় ডাকা হবে। আপস-মীমাংসার মাধ্যমে সমাধান না হলে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’