ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনের সুন্দর পরিবেশ রয়েছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার ডিসি-এসপিসহ ৬ বিজিবির অধিনায়ক ক্লাবে মিষ্টি ও ফুল পাঠিয়ে জানালেন শুভেচ্ছা

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনসহ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে প্রথমে বিশেষ সাধাারণ সভা ও পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও প্রেসক্লাবের দাতা সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বিজিবি-৬ এর প্রতিনিধি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী প্রেসক্লাবের দাতা সদস্য অ্যাড. হাজি সেলিম উদ্দীন খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মাহতাব উদ্দীন, সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক এমএম আলাউদ্দীন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি স্বাগত বক্তব্য দেওয়াসহ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উৎসব আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখে আমি মুগ্ধ। আমার খুব ভালো লাগছে। এ সংগঠনের অগ্রযাত্রা, তহবিল গঠনে আমার সবসময়ই সহযোগিতা ছিলো এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। সাংবাদিকদের কলম মানুষের কথা বলে। মানুষের কথা তুলে ধরে যারা, তাদের প্রতিষ্ঠানের সমৃদ্ধিতা কামনা করি। একইসাথে এলাকাবাসীর কথা বেশি বেশি করে তুলে ধরার মধ্যদিয়ে নিজেদেরও ভাবমূর্তি উজ্জ¦ল করতে হবে। মনে রাখতে হবে, এই চুয়াডাঙ্গা আমাদের। আমরা যে যেখানে রয়েছি, সকলে সম্মিলিতভাবে নিজনিজ কর্তব্যে আন্তরিক হয়ে চুয়াডাঙ্গার প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করতে পারলে আমরা স্বার্থক।’

সমস্যা সম্ভাবনার সঠিক তথ্য যথাযথভাবে তুলে ধরে এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক হুইপ ছেলুন জোয়ার্দ্দার সাংবাদিকদের নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠাবান হওয়ার তাগিদ দিয়ে তিনি আরো বলেন “সাংবাদিকদের কাজের পরিধি গণ্ডিবদ্ধ নয়। সর্বক্ষেত্রে অবাধ বিচরণ। তথ্য প্রবাহের যুগে সঠিক তথ্য তুলে ধরে সমাজের কল্যাণে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে চুয়াডাঙ্গার উন্নয়ন তরান্বিত হতে বাধ্য। কারণ, আমরা যারা রাজনীতি করি তারাও চাই সমাজের কোথায় কি সমস্যা, কোন ক্ষেত্রে কি সম্ভাবনা তা সংবাদ মাধ্যমে উঠে আসুক। তা দেখে এবং দেখিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করা সহজতর হয়। মাথাভাঙ্গা নদী এলাকার প্রাণ। এ নদীটির সংস্করণ করা অতীব জরুরি। তাই যেমন সাংবাদিকদের এদিকে বিশেষ দৃষ্টি দেয়া দরকার, তেমনই অন্যান্য ক্ষেত্রে সম্ভাবনাগুলোও তুলে ধরা প্রয়োজন। সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্বেরই অংশ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার নেতৃত্বে দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালী জাতি সুসংগঠিত হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অনেক। বিশেষ করে মানিক মিয়ার শানিত কলমকে আমরা কোনদিনই অস্বীকার করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন এবং করছেন। সেই কারণে বর্তমানে দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুন্দর পরিবেশ রয়েছে। তাই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে।’

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ক্লাব নেতৃবৃন্দকে পাশে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সকলের মুখে কেক তুলে দিয়ে আয়োজনকে উৎসবমূখর করে তোলেন। এ সভা উপস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসধারণ সম্পাদক ইসলাম রকিব। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মিষ্টি ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি -৬ এর অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনের আগে সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে বিশেষ সাধাারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির উপস্থাপিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাব সদস্য মফিজুর রহমান মফিজ। সহসধারণ সম্পাদক ইসলাম রকিবের উপস্থাপনায় প্রয়াত সকল সদস্য ও দাতা সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সাধারণ সম্পাদক ক্লাবের প্রয়াত সদস্য প্রয়াত দাতা সদস্যদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। এক মিনিট নিরাবতা পালনের পর ক্লাবের দফতর সম্পাদক আবুল হাশেম গত সাধারণ সভার কার্যবিবরনী উপস্থাপন করেন। পঠিত কার্যবিবরণীর কিছু স্থানে সংশোধন সংযোজন করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। এরপর সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি উপস্থাপন করেন তার লিখিত প্রতিবেদন। পঠিত প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর অর্থ সম্পাদক আতিয়ার রহমান উপস্থাপন করেন আয়-ব্যয়সহ বর্তমানে স্থিতির অর্থের বিস্তারিত বিবরণ। অর্থ সম্পাদকের উপস্থাপিত আয়-ব্যয় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বিবিধ আলোচনায় কয়েকটি প্রস্তাবনা উঠে আসে। ক্লাবের সঞ্চিত অর্থ এফডিআর. যারা আগামীতে দাতা সদস্য হিসেবে আগ্রহী হবেন তাদের সামাজিক অবস্থান দেখার প্রসঙ্গ গুরুত্বসহকারে আলোচনা করা হয়। বিবিধ আলোচনা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের কর্মসূচী বাস্তবায়নসহ সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে সাধারণ সভার সমাপনী ঘোষণা করেন ক্লাব সভাপতি। সভায় প্রবীণ সদস্য মাহতাব উদ্দীন, আজাদ মালিতা, শেখ সেলিম, এমএম আলাউদ্দীন, সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, কার্যকরি সদস্য শাহ আলম সনি, চিত্তরঞ্জন সাহা চিতু, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম, মিজানুল হক মিজান, মাহফুজ উদ্দীন খান, কার্যকরি সদস্য ফাইজার চৌধুরী, কার্যকরি সদস্য রফিক রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এমএ মামুন, আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, রানা কাদীর, আলমগীর কবির শিপলু, ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুজ্জামান সেতু, শামীম রেজা, ফজলে রাব্বী সাগর, কামরুজ্জামান চাঁদ, উজ্জ্বল মাসুদ, ক্লাবের কার্যকরি সদস্য রিফাত রহমান, মো. আব্দুস সালাম, রুহুল আমিন রতন, সঞ্জিত কর্মকার, হুসাইন মালিক, জহির রায়হান সোহাগ, সোহেল সজীব, পলাশ উদ্দীন, খাইরুল ইসলাম, জামান আখতার, মশিউর রহমান প্রমুখ উপস্থিত থেকে সাধারণ সভার আলোচনায় অংশ নেন। আপ্যায়ণ পর্বে দায়িত্বপালন করেন ক্লাবের অফিস সচিব শাহিন আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনের সুন্দর পরিবেশ রয়েছে

আপলোড টাইম : ০১:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

চুয়াডাঙ্গার ডিসি-এসপিসহ ৬ বিজিবির অধিনায়ক ক্লাবে মিষ্টি ও ফুল পাঠিয়ে জানালেন শুভেচ্ছা

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনসহ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে প্রথমে বিশেষ সাধাারণ সভা ও পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও প্রেসক্লাবের দাতা সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বিজিবি-৬ এর প্রতিনিধি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী প্রেসক্লাবের দাতা সদস্য অ্যাড. হাজি সেলিম উদ্দীন খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মাহতাব উদ্দীন, সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক এমএম আলাউদ্দীন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি স্বাগত বক্তব্য দেওয়াসহ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উৎসব আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখে আমি মুগ্ধ। আমার খুব ভালো লাগছে। এ সংগঠনের অগ্রযাত্রা, তহবিল গঠনে আমার সবসময়ই সহযোগিতা ছিলো এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। সাংবাদিকদের কলম মানুষের কথা বলে। মানুষের কথা তুলে ধরে যারা, তাদের প্রতিষ্ঠানের সমৃদ্ধিতা কামনা করি। একইসাথে এলাকাবাসীর কথা বেশি বেশি করে তুলে ধরার মধ্যদিয়ে নিজেদেরও ভাবমূর্তি উজ্জ¦ল করতে হবে। মনে রাখতে হবে, এই চুয়াডাঙ্গা আমাদের। আমরা যে যেখানে রয়েছি, সকলে সম্মিলিতভাবে নিজনিজ কর্তব্যে আন্তরিক হয়ে চুয়াডাঙ্গার প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করতে পারলে আমরা স্বার্থক।’

সমস্যা সম্ভাবনার সঠিক তথ্য যথাযথভাবে তুলে ধরে এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক হুইপ ছেলুন জোয়ার্দ্দার সাংবাদিকদের নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠাবান হওয়ার তাগিদ দিয়ে তিনি আরো বলেন “সাংবাদিকদের কাজের পরিধি গণ্ডিবদ্ধ নয়। সর্বক্ষেত্রে অবাধ বিচরণ। তথ্য প্রবাহের যুগে সঠিক তথ্য তুলে ধরে সমাজের কল্যাণে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে চুয়াডাঙ্গার উন্নয়ন তরান্বিত হতে বাধ্য। কারণ, আমরা যারা রাজনীতি করি তারাও চাই সমাজের কোথায় কি সমস্যা, কোন ক্ষেত্রে কি সম্ভাবনা তা সংবাদ মাধ্যমে উঠে আসুক। তা দেখে এবং দেখিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করা সহজতর হয়। মাথাভাঙ্গা নদী এলাকার প্রাণ। এ নদীটির সংস্করণ করা অতীব জরুরি। তাই যেমন সাংবাদিকদের এদিকে বিশেষ দৃষ্টি দেয়া দরকার, তেমনই অন্যান্য ক্ষেত্রে সম্ভাবনাগুলোও তুলে ধরা প্রয়োজন। সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্বেরই অংশ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার নেতৃত্বে দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালী জাতি সুসংগঠিত হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অনেক। বিশেষ করে মানিক মিয়ার শানিত কলমকে আমরা কোনদিনই অস্বীকার করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন এবং করছেন। সেই কারণে বর্তমানে দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুন্দর পরিবেশ রয়েছে। তাই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে।’

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ক্লাব নেতৃবৃন্দকে পাশে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সকলের মুখে কেক তুলে দিয়ে আয়োজনকে উৎসবমূখর করে তোলেন। এ সভা উপস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসধারণ সম্পাদক ইসলাম রকিব। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে মিষ্টি ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি -৬ এর অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনের আগে সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে বিশেষ সাধাারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির উপস্থাপিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাব সদস্য মফিজুর রহমান মফিজ। সহসধারণ সম্পাদক ইসলাম রকিবের উপস্থাপনায় প্রয়াত সকল সদস্য ও দাতা সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সাধারণ সম্পাদক ক্লাবের প্রয়াত সদস্য প্রয়াত দাতা সদস্যদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। এক মিনিট নিরাবতা পালনের পর ক্লাবের দফতর সম্পাদক আবুল হাশেম গত সাধারণ সভার কার্যবিবরনী উপস্থাপন করেন। পঠিত কার্যবিবরণীর কিছু স্থানে সংশোধন সংযোজন করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। এরপর সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি উপস্থাপন করেন তার লিখিত প্রতিবেদন। পঠিত প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর অর্থ সম্পাদক আতিয়ার রহমান উপস্থাপন করেন আয়-ব্যয়সহ বর্তমানে স্থিতির অর্থের বিস্তারিত বিবরণ। অর্থ সম্পাদকের উপস্থাপিত আয়-ব্যয় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বিবিধ আলোচনায় কয়েকটি প্রস্তাবনা উঠে আসে। ক্লাবের সঞ্চিত অর্থ এফডিআর. যারা আগামীতে দাতা সদস্য হিসেবে আগ্রহী হবেন তাদের সামাজিক অবস্থান দেখার প্রসঙ্গ গুরুত্বসহকারে আলোচনা করা হয়। বিবিধ আলোচনা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের কর্মসূচী বাস্তবায়নসহ সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে সাধারণ সভার সমাপনী ঘোষণা করেন ক্লাব সভাপতি। সভায় প্রবীণ সদস্য মাহতাব উদ্দীন, আজাদ মালিতা, শেখ সেলিম, এমএম আলাউদ্দীন, সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, কার্যকরি সদস্য শাহ আলম সনি, চিত্তরঞ্জন সাহা চিতু, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম, মিজানুল হক মিজান, মাহফুজ উদ্দীন খান, কার্যকরি সদস্য ফাইজার চৌধুরী, কার্যকরি সদস্য রফিক রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এমএ মামুন, আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, রানা কাদীর, আলমগীর কবির শিপলু, ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুজ্জামান সেতু, শামীম রেজা, ফজলে রাব্বী সাগর, কামরুজ্জামান চাঁদ, উজ্জ্বল মাসুদ, ক্লাবের কার্যকরি সদস্য রিফাত রহমান, মো. আব্দুস সালাম, রুহুল আমিন রতন, সঞ্জিত কর্মকার, হুসাইন মালিক, জহির রায়হান সোহাগ, সোহেল সজীব, পলাশ উদ্দীন, খাইরুল ইসলাম, জামান আখতার, মশিউর রহমান প্রমুখ উপস্থিত থেকে সাধারণ সভার আলোচনায় অংশ নেন। আপ্যায়ণ পর্বে দায়িত্বপালন করেন ক্লাবের অফিস সচিব শাহিন আলী।