ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দুদিন পার হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার সকালে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। মুনতাজ ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এদিকে, ঘটনার দুদিন পার হলেও এখন পর্যন্ত লাশ ফেরত দেয়নি বিএসএফ। এতে নিহত মুনতাজ হোসেনের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের ভাই ইন্তাজুল বলেন, ‘বড় ভাই শনিবার রাত ১টার দিকে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান। এ সময় ওপার থেকে গুলিবর্ষণ করে ভারতের ৫৪-বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।’

এ বিষয় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এস এ এম জাকারিয়া আলম বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি বিএসএফের গুলিতে নিহত মৃত নজরুল ইসলামের ছেলে মুনতাজ আলীর লাশ। বিএসএফ লাশের ময়নাতদন্তের পর হয়ত লাশটি ফেরত দিবে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শুনেছি। শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুদিন পার হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ

আপলোড টাইম : ১২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

দর্শনা অফিস: দর্শনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার সকালে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। মুনতাজ ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এদিকে, ঘটনার দুদিন পার হলেও এখন পর্যন্ত লাশ ফেরত দেয়নি বিএসএফ। এতে নিহত মুনতাজ হোসেনের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের ভাই ইন্তাজুল বলেন, ‘বড় ভাই শনিবার রাত ১টার দিকে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান। এ সময় ওপার থেকে গুলিবর্ষণ করে ভারতের ৫৪-বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।’

এ বিষয় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এস এ এম জাকারিয়া আলম বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি বিএসএফের গুলিতে নিহত মৃত নজরুল ইসলামের ছেলে মুনতাজ আলীর লাশ। বিএসএফ লাশের ময়নাতদন্তের পর হয়ত লাশটি ফেরত দিবে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শুনেছি। শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।