ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দুই উপজেলার দুই খোকন মদসহ আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দুই উপজেলার দামুড়হুদা ও আলমডাঙ্গা থেকে ৪৭ লিটার চোলাই মদসহ দুজন খোকনকে আটক করা হয়েছে। গতাকাল বুধবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও দামুড়ুহুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোর্পদ করা হয়েছে।


জানা যায়, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জান সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামে শ্রী খোকন দাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে খোকনের স্বীকারোক্তিতে তার ঘরের ভিতর তল্লাশি চালিয়ে ৩৫ লিটার চোলাইমদ ও ১ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ খোকনকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।


অপরদিকে দামুড়ুহদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফৌরদৌস ওয়াহিদের নির্দেশে উপ-পরির্দশক (এসআই) রাজু আহমেদ ও এএসআই জাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদার লোকনাথপুর বাজার থেকে খোকন হালদার নামের একজনকে আটক করে। এসময় খোকনের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ১২ লিটার চোলায় মদ উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী খোকন হালদার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের মৃত আশ্বিন হালদারের ছেলে। এ ঘটনায় গতকালই আটক খোকন হালদারের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮; এর ৩৬ (১) সারণির ২৪(খ)/৩৮ মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুই উপজেলার দুই খোকন মদসহ আটক

আপলোড টাইম : ১১:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার দুই উপজেলার দামুড়হুদা ও আলমডাঙ্গা থেকে ৪৭ লিটার চোলাই মদসহ দুজন খোকনকে আটক করা হয়েছে। গতাকাল বুধবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও দামুড়ুহুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোর্পদ করা হয়েছে।


জানা যায়, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জান সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামে শ্রী খোকন দাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে খোকনের স্বীকারোক্তিতে তার ঘরের ভিতর তল্লাশি চালিয়ে ৩৫ লিটার চোলাইমদ ও ১ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ খোকনকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।


অপরদিকে দামুড়ুহদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফৌরদৌস ওয়াহিদের নির্দেশে উপ-পরির্দশক (এসআই) রাজু আহমেদ ও এএসআই জাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদার লোকনাথপুর বাজার থেকে খোকন হালদার নামের একজনকে আটক করে। এসময় খোকনের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ১২ লিটার চোলায় মদ উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী খোকন হালদার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের মৃত আশ্বিন হালদারের ছেলে। এ ঘটনায় গতকালই আটক খোকন হালদারের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮; এর ৩৬ (১) সারণির ২৪(খ)/৩৮ মামলা রুজু করা হয়েছে।