ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দিন-দুপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে চোর চক্রের হানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার স্কুল শিক্ষিকার বাড়ি থেকে দিন-দুপুরে মেইন গেট ও স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা ও ৩ ভরি সোনার অলংকার চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় স্কুল শিক্ষিকার স্বামী মিলন মালিথা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি দামুড়হুদা থানা এলাকায় চোরের দল সক্রিয় হয়ে উঠেছে। প্রতিনিয়ত দিনের বেলায় বিভিন্ন স্থানে অহরহ চুরির ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় গতকাল দামুড়হুদা দশমী পাড়ার দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আক্তারের বাড়িতে দিনের বেলায় বাড়ির মেইন গেটের তালা ভেঙে আলমারিতে থাকা নগদ ৪৮ হাজার টাকা ও ৩ ভরি সোনার অলংকার চুরি করে নিয়ে যায় চোর চক্র। প্রতিদিনের মতো শিক্ষিকা সকালে স্কুলে চলে যান। এরপর সকাল ১০টার দিকে শিক্ষিকার স্বামী মিলন মালিথা তাঁর ব্যক্তিগত কাজে চুয়াডাঙ্গায় যান। বাড়ি ফাঁকা পেয়ে এই সুযোগে চোরের দল দিন-দুপুরে বাড়িতে ঢুকে মেইন দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে নগদ অর্থ ও সোনার অলংকার চুরি করে নিয়ে যায়। পরে দুপুরে মিলন মালিথা বাড়ি ফিরে দেখেন ঘরের সব তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে চোর চক্র।

দামুড়হুদা দশমী পাড়ার ভুক্তভোগী মিলন মালিথা বলেন, ‘আমরা বাড়িতে না থাকায় ঘরের তালা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা ও তিন ভরি ওজনের সোনার অলংকার চুরি করে নিয়ে গেছে। আমি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ‘চুরির ঘটনা শোনার পর পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযোগ হয়েছে কি না আমার জানা নেই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দিন-দুপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে চোর চক্রের হানা

আপলোড টাইম : ১২:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার স্কুল শিক্ষিকার বাড়ি থেকে দিন-দুপুরে মেইন গেট ও স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা ও ৩ ভরি সোনার অলংকার চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় স্কুল শিক্ষিকার স্বামী মিলন মালিথা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি দামুড়হুদা থানা এলাকায় চোরের দল সক্রিয় হয়ে উঠেছে। প্রতিনিয়ত দিনের বেলায় বিভিন্ন স্থানে অহরহ চুরির ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় গতকাল দামুড়হুদা দশমী পাড়ার দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আক্তারের বাড়িতে দিনের বেলায় বাড়ির মেইন গেটের তালা ভেঙে আলমারিতে থাকা নগদ ৪৮ হাজার টাকা ও ৩ ভরি সোনার অলংকার চুরি করে নিয়ে যায় চোর চক্র। প্রতিদিনের মতো শিক্ষিকা সকালে স্কুলে চলে যান। এরপর সকাল ১০টার দিকে শিক্ষিকার স্বামী মিলন মালিথা তাঁর ব্যক্তিগত কাজে চুয়াডাঙ্গায় যান। বাড়ি ফাঁকা পেয়ে এই সুযোগে চোরের দল দিন-দুপুরে বাড়িতে ঢুকে মেইন দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে নগদ অর্থ ও সোনার অলংকার চুরি করে নিয়ে যায়। পরে দুপুরে মিলন মালিথা বাড়ি ফিরে দেখেন ঘরের সব তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে চোর চক্র।

দামুড়হুদা দশমী পাড়ার ভুক্তভোগী মিলন মালিথা বলেন, ‘আমরা বাড়িতে না থাকায় ঘরের তালা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা ও তিন ভরি ওজনের সোনার অলংকার চুরি করে নিয়ে গেছে। আমি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ‘চুরির ঘটনা শোনার পর পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযোগ হয়েছে কি না আমার জানা নেই।’