ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জমানের বদলি ও শাস্তির দাবিতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার বহুল আলোচিত উপজেলা কৃষি কর্মকর্তার বদলি দুর্নীতির তদন্তপূর্বক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা শহরে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। গতকাল  রোববার দুপুরে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ের শহীদ হাসান চত্বরে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরন্নবী।

মানববন্ধনে বক্তারা বলেন, দামুড়হুদা থেকে যত তাড়াতাড়ি মারহাট্টা প্রকৃতির কৃষি কর্মকর্তা বিদায় নেবে, তত তাড়াতাড়ি জেলাবাসী মুক্ত হতে পারবে। সাংবাদিক নেতারা বলেন, এরপরেও যদি দুর্নীতিবাজ কৃষি কর্মকর্তা এলাকা না ছাড়ে, তাহলে অতিসত্ত্বর একদফা কর্মসূচি দিয়ে তাকে দামুড়হুদা ছাড়তে বাধ্য করা হবে।

মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, বার্তা সংস্থা ইউএনবি নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ওসমান, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাবলুর রহমান দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুস সামাদ।

এসময় দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মোজাম্মেল শিশির, সিনিয়র সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, হাফিজুর রহমান  কাজল, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সাংবাদিক সুকুমল চন্দ্র দাশ বাঁধন, রিফাত রহমান, মেহেদি হাসান, তানজির ফয়সল, মেরাজ হোসেনসহ দর্শনা, দামুড়হুদা, জীবননগর, কার্পাসডাঙ্গা, হিজলগাড়ি চুয়াডাঙ্গার প্রায় শতাধিক সাংবাদিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দুপুরে দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজাকে লাঞ্ছিত করেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এরপর থেকে অভিযুক্ত কৃষি কর্মকর্তার বদলি শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জমানের বদলি ও শাস্তির দাবিতে

আপলোড টাইম : ০৮:১৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার বহুল আলোচিত উপজেলা কৃষি কর্মকর্তার বদলি দুর্নীতির তদন্তপূর্বক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা শহরে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। গতকাল  রোববার দুপুরে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ের শহীদ হাসান চত্বরে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরন্নবী।

মানববন্ধনে বক্তারা বলেন, দামুড়হুদা থেকে যত তাড়াতাড়ি মারহাট্টা প্রকৃতির কৃষি কর্মকর্তা বিদায় নেবে, তত তাড়াতাড়ি জেলাবাসী মুক্ত হতে পারবে। সাংবাদিক নেতারা বলেন, এরপরেও যদি দুর্নীতিবাজ কৃষি কর্মকর্তা এলাকা না ছাড়ে, তাহলে অতিসত্ত্বর একদফা কর্মসূচি দিয়ে তাকে দামুড়হুদা ছাড়তে বাধ্য করা হবে।

মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, বার্তা সংস্থা ইউএনবি নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ওসমান, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাবলুর রহমান দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুস সামাদ।

এসময় দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মোজাম্মেল শিশির, সিনিয়র সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, হাফিজুর রহমান  কাজল, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সাংবাদিক সুকুমল চন্দ্র দাশ বাঁধন, রিফাত রহমান, মেহেদি হাসান, তানজির ফয়সল, মেরাজ হোসেনসহ দর্শনা, দামুড়হুদা, জীবননগর, কার্পাসডাঙ্গা, হিজলগাড়ি চুয়াডাঙ্গার প্রায় শতাধিক সাংবাদিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দুপুরে দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজাকে লাঞ্ছিত করেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এরপর থেকে অভিযুক্ত কৃষি কর্মকর্তার বদলি শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।