ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দর্শনা থানার নেহালপুর ইউনিয়নে তিনটি, তিতুদহ ইউনিয়নে দুটি ও গড়াইটুপি ইউনিয়নে চারটিসহ মোট ৯টি এবং দামুড়হুদা উপজেলার ২২টি পূজামণ্ডপে উদ্যাপিত হচ্ছে দুর্গোৎসব। এবার পূজামণ্ডপগুলো মনোমুগ্ধকর আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সেজেছে। কোথাও কোথাও দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডব এলাকায় নানা পণ্যের মেলা বসেছে। ফলে সকল ধর্ম-বর্ণের মানুষ পূজা দেখতে এসে তাদের পছন্দের জিনিসপত্র ক্রয় করে নিয়ে যাচ্ছে।
দর্শনা পুরাতন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরের সভাপতি শ্রী উত্তম রঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পূজা উদ্যাপনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির ও দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ দুর্গোৎসবে নিরাপত্তা দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
এদিকে, দর্শনা পৌর এলাকায় ৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। এসব পূজামণ্ডপে ২৪ ঘণ্টা ৮ জন আনছার ও ২ জন পুলিশ সদস্য পালাক্রমে নিরাপত্তা দিচ্ছেন। ফলে কঠোর নিরাপত্তায় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। ইতঃমধ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক (অর্থ, প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনিসুজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান, ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

আপলোড টাইম : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দর্শনা থানার নেহালপুর ইউনিয়নে তিনটি, তিতুদহ ইউনিয়নে দুটি ও গড়াইটুপি ইউনিয়নে চারটিসহ মোট ৯টি এবং দামুড়হুদা উপজেলার ২২টি পূজামণ্ডপে উদ্যাপিত হচ্ছে দুর্গোৎসব। এবার পূজামণ্ডপগুলো মনোমুগ্ধকর আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সেজেছে। কোথাও কোথাও দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডব এলাকায় নানা পণ্যের মেলা বসেছে। ফলে সকল ধর্ম-বর্ণের মানুষ পূজা দেখতে এসে তাদের পছন্দের জিনিসপত্র ক্রয় করে নিয়ে যাচ্ছে।
দর্শনা পুরাতন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরের সভাপতি শ্রী উত্তম রঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পূজা উদ্যাপনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির ও দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ দুর্গোৎসবে নিরাপত্তা দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
এদিকে, দর্শনা পৌর এলাকায় ৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। এসব পূজামণ্ডপে ২৪ ঘণ্টা ৮ জন আনছার ও ২ জন পুলিশ সদস্য পালাক্রমে নিরাপত্তা দিচ্ছেন। ফলে কঠোর নিরাপত্তায় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। ইতঃমধ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক (অর্থ, প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনিসুজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান, ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির।