ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও শিশুদের জন্য খাদ্য-সামগ্রী বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
‘জনসেবার জন্য প্রশাসন’ স্লোগানে দামুড়হুদা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশুদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লোকনাথপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শিশুদের জন্য খাদ্য-সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত ঘর যারা পেয়েছেন, তারা একে অপরের সাথে মিলে মিশে থাকবেন। সরকারিভাবে যা বরাদ্দ আসছে এবং আসবে, তা আপনাদেরই দেওয়া হবে। আপনাদের শিশুদের জন্য উন্নত খাবার সামগ্রী দেওয়া হয়েছে। সেই সাথে সবজির বীজ দেওয়া হয়েছে। এগুলো আপনাদের বাড়ির আঙিনায় বুনবেন, তাতে কিছুটা হলেও সংসারে স্বচ্ছতা আসবে।


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, হাউলি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন, হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দামুড়হুদা ভূমি অফিস পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও শিশুদের জন্য খাদ্য-সামগ্রী বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
‘জনসেবার জন্য প্রশাসন’ স্লোগানে দামুড়হুদা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশুদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লোকনাথপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শিশুদের জন্য খাদ্য-সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত ঘর যারা পেয়েছেন, তারা একে অপরের সাথে মিলে মিশে থাকবেন। সরকারিভাবে যা বরাদ্দ আসছে এবং আসবে, তা আপনাদেরই দেওয়া হবে। আপনাদের শিশুদের জন্য উন্নত খাবার সামগ্রী দেওয়া হয়েছে। সেই সাথে সবজির বীজ দেওয়া হয়েছে। এগুলো আপনাদের বাড়ির আঙিনায় বুনবেন, তাতে কিছুটা হলেও সংসারে স্বচ্ছতা আসবে।


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, হাউলি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন, হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দামুড়হুদা ভূমি অফিস পরিদর্শন করেন।