ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় প্রতারক চক্রের দুই সদস্য আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে প্রতারণা করার অপরাধে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন- দামুড়হুদা উপজেলার কলাবাড়ি রামনগর গ্রামের মজনুর ছেলে পিণ্টু (৩৫) ও একই গ্রামের রেজাউলের ছেলে আলিফ (৩৭)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাঁঠালতলা নামক স্থান থেকে তাদের আটক করে পুলিশ।
জানা গেছে, গত অক্টোবর নতিপোতা গ্রামের লুৎফর রহমানের ছেলে আশাদুলের দোকানে যান কলাবাড়ি রামনগর গ্রামের মজনুর ছেলে পিণ্টু ও একই গ্রামের রেজাউলের ছেলে আলিফ। পরে তারা দুইজন আকিজ কোম্পানির মেমো নিয়ে বিভিন্ন অফারের লোভ দেখিয়ে আশাদুলের নিকট থেকে নগদ ৮ হাজার ৭ শ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েন। পরে তাদের সাথে আশাদুল আর যোগাযোগ করতে না পারলে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত প্রতারক চক্রের নামে অভিযোগ করেন। মালমার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ তৌহিদুর রহমান বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের দুই সদস্যকে শনাক্ত করেন।
গতকাল দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কাঁঠালতলা নামক স্থান থেকে প্রতারক পিণ্টু ও একই গ্রামের আলিফকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী করে ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলাসহ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা বিভিন্নভাবে ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলেছে, এমন তথ্য তাদের কাছ থেকে পাওয়া গেছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন, চুরি ও প্রতারণার মামলা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় প্রতারক চক্রের দুই সদস্য আটক

আপলোড টাইম : ১২:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে প্রতারণা করার অপরাধে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন- দামুড়হুদা উপজেলার কলাবাড়ি রামনগর গ্রামের মজনুর ছেলে পিণ্টু (৩৫) ও একই গ্রামের রেজাউলের ছেলে আলিফ (৩৭)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাঁঠালতলা নামক স্থান থেকে তাদের আটক করে পুলিশ।
জানা গেছে, গত অক্টোবর নতিপোতা গ্রামের লুৎফর রহমানের ছেলে আশাদুলের দোকানে যান কলাবাড়ি রামনগর গ্রামের মজনুর ছেলে পিণ্টু ও একই গ্রামের রেজাউলের ছেলে আলিফ। পরে তারা দুইজন আকিজ কোম্পানির মেমো নিয়ে বিভিন্ন অফারের লোভ দেখিয়ে আশাদুলের নিকট থেকে নগদ ৮ হাজার ৭ শ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েন। পরে তাদের সাথে আশাদুল আর যোগাযোগ করতে না পারলে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত প্রতারক চক্রের নামে অভিযোগ করেন। মালমার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ তৌহিদুর রহমান বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের দুই সদস্যকে শনাক্ত করেন।
গতকাল দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কাঁঠালতলা নামক স্থান থেকে প্রতারক পিণ্টু ও একই গ্রামের আলিফকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী করে ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলাসহ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা বিভিন্নভাবে ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলেছে, এমন তথ্য তাদের কাছ থেকে পাওয়া গেছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন, চুরি ও প্রতারণার মামলা রয়েছে।